জামালপুর সরিষাবাড়ী উপজেলার সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ের ক্যান্সারে আক্রান্ত অফিস সহকারী শামসুল হকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারীর পরিষদ। বর্তমানে ভারতে চিকিৎসাধীন শামসুল হকের চিকিৎসায় তার পরিবারকে এক লাখ টাকা দিয়েছেন পরিষদের নেতারা।
বৃহস্পতিবার নেতারা শামসুল হকের ছেলের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন। এসময় তারা শামসুল হকের পরিবারের খোঁজখবর নেন ও তার দ্রুত রোগমুক্তি কমনায় দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন, রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার সাহা, তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাফর আলী, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আব্দুল কাদের, কেন্দ্রীয় সদস্য মাহফুজুর রহমান রোমান, জেলার সাধারণ সম্পাদক মামুন অর রশিদ সরকার, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, সরিষাবাড়ী উপজেলার সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামসহ অনেকে।
সাংগঠনিক সম্পাদক জাফর আলী বলেন, শামসুল হক সংগঠনের একজন নিবেদিত প্রাণ সদস্য। তার অকান্ত পরিশ্রমে জামালপুরে কর্মচারী সংগঠন অনেক শক্তিশালী।