নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি স্কুলে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ এপ্রিল) ভোরে উপজেলার ব্রাক্ষ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর আলমাস মোল্লা ইসলামিক মডেল স্কুলে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে আড়াইহাজার থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্কুলের পরিচালক সাংবাদিক শাহজাহান কবির জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার স্কুল শেষে স্কুল তালাবদ্ধ করে সব ছাত্র শিক্ষক যার যার বাড়িতে চলে যান। শুক্রবার ভোরে পার্শ্ববর্তী জমিতে এক কৃষক কাজ করতে যাওয়ার সময় দেখতে পান স্কুল ঘরের দরজা এবং তালা ভাঙা। পরে স্কুল কর্তৃপক্ষকে সংবাদ দিলে তারা গিয়ে দেখেন যে, স্কুলের ৫টি সিলিং ফ্যান, ১০টি চেয়ার, একটি অফিস টেবিল, স্কুলের ঘণ্টা, একটি ড্রাম, এবং একটি টিউবয়েল চোর নিয়ে গছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।