স্কুলের জমিতে কলেজ ভবন নির্মাণের অভিযোগ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি |

নীলফামারীর সৈয়দপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিতে অবৈধভাবে কলেজের বহুতল একাডেমিক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সাতপাই বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিতে সাতপাই উচ্চ বিদ্যালয় ও কলেজের চারতলা ভবন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে নীলফামারীর জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু এর পরও একাডেমিক ভবন নির্মাণ কাজ অব্যাহত রয়েছে।

অভিযোগে জানা গেছে, সাতপাই বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৪০ খ্রিষ্টাব্দে নিজ জমিতে প্রতিষ্ঠিত হয়। প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে ১৯৬৬ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় সাতপাই উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠাকালীন থেকে উচ্চ বিদ্যালয়টি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠসহ এর ফটক ব্যবহার করে আসছে। পরে এটিকে কলেজে উন্নীত করা হয়।

চলতি ২০১৯-২০ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে সাতপাই উচ্চ বিদ্যালয় ও কলেজের নামে চারতলা একাডেমিক ভবন নির্মাণের বরাদ্দ আসে। দুই কোটি ৮৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ভবনটি নির্মাণ করা হচ্ছে।

সাতপাই বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম বলেন, ‘আমাদের বিদ্যালয়ের জমিতে অবৈধভাবে কলেজের বহুতল ভবন নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’

সৈয়দপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান মণ্ডল বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি নিয়ে আমাকে একাধিকবার অভিযোগ দিয়েছেন। আমিও বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছি।’

এ নিয়ে কথা হলে সাতপাই উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লতিফুল ইসলাম অভিযোগ স্বীকার করে বলেন, ‘তবে এর পরিবর্তে প্রাথমিক বিদ্যালয়কে অন্যত্র জমি দেয়া হয়েছে, যার বিনিময় দলিলও রয়েছে। এ ছাড়া ওই জমি সাতপাই উচ্চ বিদ্যালয় ও কলেজের নামে বন্দোবস্ত দেওয়ার জন্য আমি গত ২৪ অক্টোবর জেলা প্রশাসকের কাছে একটি আবেদন করেছি।’

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সৈয়দপুর উপজেলার উপসহকারী প্রকৌশলী ময়নুল ইসলাম বলেন, ‘বিনিময় দলিলের বিষয়টি দেখার পরই প্রাথমিক বিদ্যালয়ের জমিতে উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণ কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে।’


পাঠকের মন্তব্য দেখুন
প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে - dainik shiksha তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে বঙ্গবন্ধুকে হারিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত - dainik shiksha বঙ্গবন্ধুকে হারিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0036048889160156