স্কুলের নলকূপে বিষ, দুই শিক্ষার্থী হাসপাতালে

নাটোর প্রতিনিধি |

নাটোরের বাগাতিপাড়ার জিগরী উচ্চ বিদ্যালয়ের নলকূপে বোতলজাত বিষ দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ওই নলকূপের পানি পান করে অসুস্থ হয়ে পড়ায় বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, খবর পেয়ে বিদ্যালয়টির নলকূপ পরিদর্শন করে পানির নমুনায় বিষের গন্ধ ও লক্ষণ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নলকূপের পানির মধ্যে বোতল জাত বিষ ঢেলে দেয়া হয়েছে। ওই নলকূপের পানির নমুনা বোতলে সংগ্রহ করে রাখা হয়েছে। ঘটনার পর ওই নলকূপের পানি ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১ টার দিকে কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ের মাঠে থাকা নলকূপে পানি পান করতে যায়। এর মধ্যে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান মেঘলা (১৩) এবং রহিমা খাতুন (১৪) পানি পান করেন। এ সময় বাকিরা পানিতে গন্ধ পান এবং অতিরিক্ত সাদা পানি বের হওয়া দেখে শিক্ষকদের খবর দেন। শিক্ষকরা নলকূপটি পরিদর্শন করে পানিতে গন্ধ এবং সাদা পানি বের হওয়ার বিষয়টি দেখতে পান। পরে পানি পান করা দুই শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়। 

অসুস্থ্য শিক্ষার্থী ইসরাত জাহান দৈনিক শিক্ষডটকমকে বলেন, বেশি পিপাসার কারণে আমরা দুইজন বুঝতে না পেরেই দ্রুত পানি পান করে ফেলি। পরে অন্যরা বলার পর আমরা ভয় পেয়ে যাই এবং শিক্ষকদের বললে তারা দ্রুত আমাদের হাসপাতালে পাঠান। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিষাক্ত পানি পান করা দুই শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে খবর দেয়া হয়েছে। শিক্ষার্থীরা বর্তমানে সুস্থ রয়েছে। 

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিশাত তাসনীন দৈনিক শিক্ষাডটকমকে বলেছেন, ওই দুই শিক্ষার্থী এখন সুস্থ রয়েছেন। 

বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আযম খাঁন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
 
ছুটিতে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিষয়টি তদন্ত করে এর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। 

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ঘটনাটি শুনতে পেয়ে সেখানে পুলিশ এবং গণস্বাস্থ্য দপ্তরের লোকজনকে পাঠানো হয়েছে। তারা আলামত সংগ্রহ করে নিয়ে এসেছেন। এখন পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।


পাঠকের মন্তব্য দেখুন
অধ্যক্ষের অনুপস্থিতিতে শিক্ষক-কর্মচারীদের বেতন সভাপতির একক স্বাক্ষরে - dainik shiksha অধ্যক্ষের অনুপস্থিতিতে শিক্ষক-কর্মচারীদের বেতন সভাপতির একক স্বাক্ষরে দুই শব্দে অধ্যক্ষের পদত্যাগ! - dainik shiksha দুই শব্দে অধ্যক্ষের পদত্যাগ! বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে পাকিস্তান - dainik shiksha বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে পাকিস্তান বিএনপি নির্বাচিত হলে গুম প্রতিরোধে আইন করব: তারেক - dainik shiksha বিএনপি নির্বাচিত হলে গুম প্রতিরোধে আইন করব: তারেক ছাত্রলীগের সাবেক নেতা ইসহাক আলীর মৃত্যু শ্বাসরোধে: মেঘালয় পুলিশ - dainik shiksha ছাত্রলীগের সাবেক নেতা ইসহাক আলীর মৃত্যু শ্বাসরোধে: মেঘালয় পুলিশ ঢাবিতে যোগ দিলেন চাকরিচ্যুত অধ্যাপক ড. সাইফুল - dainik shiksha ঢাবিতে যোগ দিলেন চাকরিচ্যুত অধ্যাপক ড. সাইফুল কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0046370029449463