স্কুলের নিয়োগ পরীক্ষার ‘পাহারাদার’ এমপি

ঠাকুরগাঁও প্রতিনিধি |

ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগে স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের বিরুদ্ধে সশরীর উপস্থিত থেকে নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে। অথচ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নীতিমালা অনুযায়ী তিনি নিয়োগ বোর্ডের সদস্য নন। 

মাউশির নিয়ম না থাকলেও প্রভাবশালী হওয়ায় তা মানতে বাধ্য হচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের দাবি, যোগ্য প্রার্থীদের বেছে নিতে নিয়োগ পরীক্ষায় পাহারাদারের দায়িত্ব পালন করছেন তিনি।

গত রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার সারালী উচ্চবিদ্যালয়, পলাশ বাংলা উচ্চবিদ্যালয় ও কচুবাড়ি উচ্চবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা হয়। এতে একটি সহকারী প্রধান শিক্ষক, দুটি করে অফিস সহকারী, আয়া, নিরাপত্তাপ্রহরী ও একটি ল্যাব সহকারীর পদ ছিলো।

ঠাকুরগাঁও সরকারি কলেজে গিয়ে দেখা যায়, শিক্ষক-কর্মচারী নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা চলছে। রমেশ চন্দ্র সেন অধ্যক্ষের চেয়ারে বসে চাকরিপ্রার্থীদের প্রশ্ন করছেন। পাশে বসে আছেন কলেজের অধ্যক্ষ আবদুল জলিল, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা খান ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহমান।

কয়েকজন চাকরিপ্রার্থী অভিযোগ করেন, বোর্ডের সদস্যদের বসিয়ে রেখে নিজেই নিয়োগ পরীক্ষা চালিয়ে যান সংসদ সদস্য। নিয়োগ চূড়ান্ত না হওয়া পর্যন্ত তিনি সেখানেই থাকেন।

এর আগে গত শুক্রবার ঠাকুরগাঁও সরকারি কলেজে সদর উপজেলার কচুবাড়ি আদর্শ উচ্চবিদ্যালয়ের তিনটি, শিকদারহাট উচ্চবিদ্যালয়ের দুটি ও ভুল্লি বালিকা উচ্চবিদ্যালয়ে তিনটি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানেও রমেশ চন্দ্র সেনকে সশরীর উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অফিস সহকারী, ল্যাব সহকারী, পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তাপ্রহরী ও আয়া পদের নিয়োগ স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে হয়ে থাকে। মাউশির নীতিমালা অনুযায়ী এসব পদের নিয়োগ বোর্ডে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির একজন সদস্য, মাউশি মহাপরিচালকের প্রতিনিধি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উপস্থিত থাকবেন।

অভিযোগের বিষয়ে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, ‘নিয়োগ পরীক্ষায় আমি একপ্রকার পাহারাদার বলতে পারেন। আমি আমার সংসদীয় আসনের সব শিক্ষাপ্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে নিয়োগ বোর্ডে গিয়ে যোগ্য প্রার্থী বেছে নেয়ার অধিকার রাখি। সমালোচনা যতই হোক, আমি সংশ্লিষ্ট বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের মত নিয়ে যোগ্যদের বেছে নিতে সহায়তা করছি। সেখানে আমি কিছুই করি না, শুধু পাহারা দিই।’

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহমান বলেন, তিনি কয়েক দিন আগে এখানে বদলি হয়ে এসেছেন। যোগদানের পর থেকে দেখছেন, এভাবেই নিয়োগ চলছে। সংসদ সদস্য এলাকার অভিভাবক। তিনি নিয়োগ পরীক্ষায় থাকতে চাইলে তারা কীভাবে নিষেধ করবেন?

মাউশির রংপুর কার্যালয়ের উপপরিচালক শরিফুল ইসলাম বলেন, সংসদ সদস্য নিজের মতো করে সেখানে (বোর্ডে) থাকছেন। নীতিমালা অনুযায়ী তার সেখানে থাকার সুযোগ নেই।

জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ‘এ নিয়ে আমার কোনো মন্তব্য করা উচিত হবে না।’


পাঠকের মন্তব্য দেখুন
অধ্যক্ষের অনুপস্থিতিতে শিক্ষক-কর্মচারীদের বেতন সভাপতির একক স্বাক্ষরে - dainik shiksha অধ্যক্ষের অনুপস্থিতিতে শিক্ষক-কর্মচারীদের বেতন সভাপতির একক স্বাক্ষরে দুই শব্দে অধ্যক্ষের পদত্যাগ! - dainik shiksha দুই শব্দে অধ্যক্ষের পদত্যাগ! বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে পাকিস্তান - dainik shiksha বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে পাকিস্তান বিএনপি নির্বাচিত হলে গুম প্রতিরোধে আইন করব: তারেক - dainik shiksha বিএনপি নির্বাচিত হলে গুম প্রতিরোধে আইন করব: তারেক ছাত্রলীগের সাবেক নেতা ইসহাক আলীর মৃত্যু শ্বাসরোধে: মেঘালয় পুলিশ - dainik shiksha ছাত্রলীগের সাবেক নেতা ইসহাক আলীর মৃত্যু শ্বাসরোধে: মেঘালয় পুলিশ ঢাবিতে যোগ দিলেন চাকরিচ্যুত অধ্যাপক ড. সাইফুল - dainik shiksha ঢাবিতে যোগ দিলেন চাকরিচ্যুত অধ্যাপক ড. সাইফুল কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0027940273284912