স্কুলের পাশে খামার, দুর্গন্ধে পাঠদান ব্যাহত

ঝালকাঠি প্রতিনিধি |

কাঠালিয়া উপজেলার চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জমিতে পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়েই পশুপালনের একটি খামার পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। ২০১৭ খ্রিষ্টাব্দে নির্মিত খামারটির দুর্গন্ধে শিক্ষার্থীদের পড়ালেখা বিঘ্নিত হওয়ায় এলাকাবাসী ও অভিভাবকদের পক্ষ থেকে এটি সরিয়ে নেয়ার দাবি উঠেছে। পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে শিশুশিক্ষার্থীরা।

অভিযোগকারী বিদ্যালয় অভিভাবকদের পক্ষে মো. হাসান মাহমুদ ও এলাকাবাসীর পক্ষে আবু বকর মিঞাজী জানান, গত ২৬ সেপ্টেম্বর এক চিঠিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালককে দায়িত্ব দেন। বিদ্যালয় সংলগ্ন চিংড়াখালী সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিন ও চিংড়াখালী নুরানী মাদরাসা, ইয়াতিমখানা ও মিঞাজী দরবার শরীফের পরিচালক মাওলানা মো. মনিরুজ্জামান মিঞাজী বলেন, জলিল মিঞাজী প্রতিষ্ঠানগুলোর জমি দখল করে অবৈধভাবে খামার করেছে। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার স্বার্থে খামারটি অন্যত্র সরিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

খামার মালিক মো. আ. জলিল মিঞাজী বলেন, এই খামার করার জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকলেও আমি আমার পৈতৃক সম্পত্তিতে এটা করেছি। অন্য কারো জমি দখল করে নয়। তাই এখানে কারো কিছু বলার নেই।

চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. মালেক জানান, এখানে খামার করা হলেও আমি দুর্গন্ধ পাই না। তা হলে শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকরা দুর্গন্ধ পাচ্ছে কেন জানতে চাইলে বলেন, সেটা তাদের ব্যাপার, আমার কাছে তারা কিছুই জানায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন বলেন, এ রকম কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাবেজ উদ্দিন সরকার বলেন, এরকম কোনো খামার করতে হলে অবশ্যই জেলা প্রশাসকের অনুমতি নিয়ে করতে হবে। এ ছাড়াও খামারের দুর্গন্ধে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয় এমন খামার বিদ্যালয় সংলগ্ন করা যাবে না। পাশাপাশি যে কোনো খামার নির্মাণের পূর্বে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে করতে হবে।

বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল হালিম জানান, ঢাকা পরিবেশ অধিদপ্তর চিঠি অনুযায়ী এখনো ঘটনাস্থল পরিদর্শন করা হয়নি। এ বিষয়ে আগামী ১৩ অক্টোবর শুনানির দিন ধার্য আছে। শুনানির পরে প্রয়োজন হলে সেখানে তদন্তের জন্য লোক পাঠানো হবে। পরিচালক আরো জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের সামনে খামারটি কীভাবে করা হলো সেটাও দেখা হবে।


পাঠকের মন্তব্য দেখুন
সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান - dainik shiksha সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! - dainik shiksha শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! শিক্ষককে পিটিয়ে হ*ত্যা, চাচাতো ভাইসহ গ্রেফতার ৩ - dainik shiksha শিক্ষককে পিটিয়ে হ*ত্যা, চাচাতো ভাইসহ গ্রেফতার ৩ কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষক কেনো বদলি চান - dainik shiksha শিক্ষক কেনো বদলি চান ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে - dainik shiksha ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে please click here to view dainikshiksha website Execution time: 0.0043768882751465