চলতি বছর মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো সব শ্রেণির বার্ষিক পরীক্ষা বা মূল্যয়ন নভেম্বর মাসের মধ্যে শেষ হবে। এ অজুহাতে কিছু স্কুল অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন ও অন্যান্য পাওনা শিক্ষার্থীদের কাছ থেকে একসঙ্গে আদায়ে নোটিশ জারি করেছে। তবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতনসহ অন্যান্য পাওনা শিক্ষার্থীদের কাছ থেকে একসঙ্গে আদায়ে স্কুলের নোটিশ জারি গ্রহণযোগ্য নয়। তাই শিক্ষার্থীদের কাছ থেকে বেতনসহ অন্যান্য পাওনা স্ব স্ব মাসেই নিতে স্কুলগুলোকে বলেছে অধিদপ্তর। অধিদপ্তর থেকে সব বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষদের বিষয়টি জানিয়ে নোটিশ জারি করা হয়েছে। বৃহস্পতিবার নোটিশটি প্রকাশ করা হয়।
সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত আদেশে বলা হয়, ২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক-সমমানের সব শ্রেণির বার্ষিক পরীক্ষা বা মূল্যায়ন নভেম্বর মাসের মধ্যে সমাপ্ত করার নির্দেশনা দেয়া হয়েছে। এ অজুহাতে কতিপয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতনসহ অন্যান্য পাওনা শিক্ষার্থীদের কাছ থেকে একসঙ্গে অগ্রীম আদায়ের নোটিশ দেয়া হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।
আদেশে আরো বলা হয়েছে, সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে বেতনসহ অন্যান্য পাওনা স্ব স্ব মাসেই গ্রহণ করতে হবে। একসঙ্গে একাধিক মাসের পাওনা অগ্রীম গ্রহণ করা যাবে না।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।