স্কুলের লিফটে আটকে ৪ শিক্ষার্থী অজ্ঞান

দৈনিক শিক্ষাডটকম, গাজীপুর |

দৈনিক শিক্ষাডটকম, গাজীপুর: গাজীপুরের একটি বেসরকারি স্কুল অ্যান্ড কলেজের লিফটে আটকা পড়ে অজ্ঞান হয়ে পড়েছে ৪ শিক্ষার্থী। এ সময় তারা লিফটের ভেতরে ২০-২২ মিনিট আটকা পড়েছিল। 

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে গাজীপুর জেলা শহরের দক্ষিণ ছায়াবীথি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

অসুস্থ ৮ম শ্রেণীর এক ছাত্রী জানায়, স্কুল ছুটির পর ৫ম তলা থেকে লিফটে নীচে নামে সে। টিফিন খেয়ে ক্লাসের জন্য আবার ১২টা ৪২ মিনিটের দিকে ৫ সহপাঠিসহ তারা স্কুলের ৫ম তলায় যাওয়ার জন্য ফের লিফটে ওঠে। দ্বিতীয় তলা এবং তৃতীয় তলার মাঝামাঝি যাওয়ার পর বিদ্যুৎ চলে গেলে লিফট আটকে যায়। এ সময় লিফটের ভেতরে অন্ধকার হয়ে যায়। পরে তারা ডাক-চিৎকার শুরু করে। এক পর্যায়ে তাদের শ্বাস নিতে কষ্ট হওয়ায় তাদের ৩ সঙ্গী লিফটের ফ্লোরে বসে পড়ে। স্কুল কর্তৃপক্ষ লিফট তৃতীয় তলায় নিয়ে তাদের উদ্ধার করে। তখন দুপুর ১টার বেশি বেজেছিল।

ওই শিক্ষার্থী আরো জানায়, লিফট থেকে বের হওয়ার পর সে নিজেও জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাদের মাথায় পানি দিয়ে সুস্থ করা হয়। 

সংশ্লিষ্টরা জানায়, ওই প্রতিষ্ঠানে কোনো লিফটম্যান নেই। লিফটটিও আকারে ছোট। জেনারেটরটি ম্যানুয়্যাল। তাছাড়া বিদ্যুৎ চলে গেলে স্বয়ংক্রিয়ভাবে নিকটবর্তী তলায় থামার ডিভাইসটি লিফটে বসানো নেই।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ সায়লা ফারজানা বলেন, লিফটে স্বয়ংক্রিয় ডিভাইস নেই। তারা ২/৩ মিনিট আটকা ছিল। শীঘ্রই লিফটি পরিবর্তনের ব্যবস্থা করা হবে।

স্কুলের প্রশাসনিক কর্মকর্তা বাবলু রহমান জানান, ছাত্রীরা লিফটে ওঠার ২-১ মিনিটের মধ্যেই বিদ্যুৎ চলে যায়। বিষয়টি দেখতে পেয়ে তিনি জেনারেটরম্যানকে জেনারেটর চালু করতে বলেন। কিন্তু জেনারেটরটি চালু হচ্ছিল না। তিনি নিজেও চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি ইন্টারকমে আটকাপড়া শিক্ষার্থীদের সঙ্গে যোগযোগ করে ভয় না পেতে বলে দ্রুত উদ্ধারের আশ্বাস দেন। পরে চাবি দিয়ে পাঁচ তলা থেকে লিফটের দরজা খুলতে খুলতে এক পর্যায়ে তৃতীয় তলায় গিয়ে দেখতে পান লিফট দ্বিতীয় ও তৃতীয় তলার মঝখানে আটকে রয়েছে। এসময় লিফট টেনে তৃতীয় তলায় নিয়ে আটকে পড়াদের উদ্ধার করা হয়।

এর আগে গত রোববার (১২ মে) গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকা পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
জোর করে প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগ, শিক্ষা মন্ত্রণালয়ের করা হুঁশিয়ারি - dainik shiksha জোর করে প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগ, শিক্ষা মন্ত্রণালয়ের করা হুঁশিয়ারি রাজনীতি করি না, ভবিষ্যতেও করবো না: ঢাবির নতুন ভিসি - dainik shiksha রাজনীতি করি না, ভবিষ্যতেও করবো না: ঢাবির নতুন ভিসি চার তারিখের মধ্যে মাদরাসা শিক্ষকদের এমপিওর আবেদন - dainik shiksha চার তারিখের মধ্যে মাদরাসা শিক্ষকদের এমপিওর আবেদন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আমানুল্লাহ - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আমানুল্লাহ দীপু-টিপু-রতন সিন্ডিকেটের ঘুষের সাম্রাজ্য - dainik shiksha দীপু-টিপু-রতন সিন্ডিকেটের ঘুষের সাম্রাজ্য এনসিটিবির দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি দাবি বৈষম্যবিরোধীদের - dainik shiksha এনসিটিবির দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি দাবি বৈষম্যবিরোধীদের কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0031960010528564