স্কুলে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন ১৯ বছর!

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি |

চাকরির বয়স প্রায় ১৯বছর। বছরে গড়ে এক মাসও যাননি কর্মস্থলে। বেতন-ভাতা উত্তোলন করা হয়েছে নিয়মিত। প্রধান শিক্ষকের সাথে যোগসাজশ করে মাসে একবার অফিস কক্ষে গিয়ে স্বাক্ষর করে বেতন তুলছেন। এমন অভিযোগ উঠেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার ল্যাব অ্যাসিস্ট্যান্ট সুলতানা পারভীনের বিরুদ্ধে। 

জানা গেছে, ২০০১ খ্রিষ্টাব্দে ২৩ মার্চ ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ পান সুলতানা পারভীন। নিয়োগের পর কয়েক মাস নিয়মিত কর্মস্থলে উপস্থিত ছিলেন। বছর খানেক পার হতে না হতেই বন্ধ করে দেন স্কুলে আসা। প্রভাবশালী পরিবারের পুত্রবধূ হওয়ায় কোনো নিয়মনীতির তোয়াক্কা করেননি। বছরের পর বছর কর্মস্থলে না গিয়েই তুলেছেন বেতন-ভাতা।  সরেজমিনে গিয়ে পাওয়া যায় সুলতানা পারভীনের অনুপস্থিতির সত্যতা। শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে, সুলতানা পারভীন নামে কোনো ল্যাব অ্যাসিস্ট্যান্ট অনেকেই জানে না, আবার কেউ কেউ নাম শুনলেও  কখনো দেখেনি বলে জানায়।

নাম প্রকাশ না করার শর্তে ওই কয়েকজন শিক্ষার্থী বলে, শুনেছি আমাদের বিভাগে একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে। কিন্তু আমরা তাকে কখনো ক্লাসে দেখিনি। ল্যাবে কোনো লোক না থাকায় প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছি। নাম প্রকাশ না করার শর্তে অভিভাবকরা জানান,  সুলতানা পারভীনের পরিবার প্রভাবশালী তাই তিনি কাউকে পরোয়া করেন না। প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরাও তাদের কাছে অসহায়। 

বিদ্যালয় গিয়ে না পেয়ে সুলতানা পারভীনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি দৈনিক শিক্ষাকে বলেন, আমি এখন ছুটিতে আছি। আমার বিষয় আপনাদের জানার দরকার কী?

জানতে চাইলে প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান দৈনিক শিক্ষাকে বলেন, আমি এ বিষয় কিছু জানি না। আপনারা প্রতিষ্ঠানের সভাপতির সাথে আলাপ করেন।

রাঙ্গাবালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোকলেছুর রহমান দৈনিক শিক্ষাকে বলেন, বিষয়টি ইতিপূর্বে আমাদেরকে কেউ অবহিত করেননি। আমরা জানতে পারলে অনুপস্থিত থেকে এতগুলো বছর বেতন-ভাতা তুলতে পারতেন না। এখন যেহেতু জেনেছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 


পাঠকের মন্তব্য দেখুন
আপিলে যাবে না শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিকে বৃহস্পতিবারও ছুটি - dainik shiksha আপিলে যাবে না শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিকে বৃহস্পতিবারও ছুটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত শিক্ষার্থীদের শাস্তি কোনো সমাধান নয় - dainik shiksha শিক্ষার্থীদের শাস্তি কোনো সমাধান নয় হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় - dainik shiksha হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে সেশনজটের শঙ্কা বুয়েটে - dainik shiksha সেশনজটের শঙ্কা বুয়েটে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে মাধ্যমিক প্রজন্মের উপার্জন কমবে ৩১ বিলিয়ন পাউন্ড - dainik shiksha মাধ্যমিক প্রজন্মের উপার্জন কমবে ৩১ বিলিয়ন পাউন্ড ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি - dainik shiksha ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ - dainik shiksha শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি - dainik shiksha সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.002396821975708