স্কুলে গান-বাজনা বন্ধ করতে প্রধান শিক্ষককে ‘হত্যার হুমকি’

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি |

স্কুলে গান বাজনা বন্ধ করতে দিনাজপুরের ঘোড়াঘাটে জয়রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হত্যার হুমকি দিয়ে ‘উড়ো’ চিঠি দিয়েছে দুর্বৃত্তরা।

নিজেদের ‘বাংলাদেশ ইসলামী সচেতন দল’ নামের একটি সংগঠন দাবি করে গত ৪ নভেম্বর ওই চিঠিটি পাঠানো হয়েছে। এরপর হুমকি দাতারা গত ৬ নভেম্বর প্রধান শিক্ষকের কার্যালয়ে গিয়ে তাকে মারধর করে হত্যার হুমকি দিয়েছেন। এ ঘটনায় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম গত বুধবার (১১ নভেম্বর) উপজেলা চেয়ারম্যান ও ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। একই সাথে থানায় জিডি করা হয়েছে বলেও জানা গেছে।

অভিযুক্তরা হলেন, জয়রামপুরের মৃত মজিবর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৩৬)। তিনি এলাকায় দুটি কওমি মাদ্রাসা পরিচালনা করেন। অপর অভিযুক্তর নাম আব্দুল ওয়াদুদ (৫৫)। তিনি উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে। পেশায় তিনি কৃষক। আরেক অভিযুক্তর নাম রুহুল আমিন (৩৪)। তিনি একই ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে। পেশায় তিনি অটো রিকশার চালক।

অভিযোগ জানা যায়, প্রতি বছরের মতো এবারও জয়রামপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করা হয়। গত ৪ নভেম্বর প্রধান শিক্ষক তার কক্ষে প্রবেশ করে মেঝেতে একটি হলুদ খাম দেখতে পান। খামটিতে লেখা ছিল, ‘প্রিয় জয়রামপুর উচ্চ বিদ্যালয়। একটি শুভ বার্তা।’ এর খাম খুলে বাংলা, আরবি ও ইংরেজি মিশ্রিত লেখা একটি চিঠি পান। চিঠিতে বলা হয়, ‘গান বাজনা করা যাবে না, ইসলামে ইহা নিষিদ্ধ। যদি কেউ এ চিঠি অমান্য করে তাকে হত্যাসহ বিদ্যালয় উড়িয়ে দেওয়া হবে।’

প্রধান শিক্ষক অভিযোগে জানিয়েছেন, এরপর গত ৬ নভেম্বর তার কক্ষে কাজ করার সময় অভিযুক্ত তিনজন অফিসে ঢুকে অকথ্য ভাষায় গালাগাল, চড় থাপ্পড়, কিল-ঘুসি মারতে থাকেন। এসময় তারা বলতে থাকে, তোকে চিঠি দিয়ে নিষেধ করা হয়েছে তারপরও কেন এসব কার্যক্রম চলছে। প্রধান শিক্ষকের চিৎকারে আশপাশ থেকে লোকজন ছুটে এলে তারা সেখান থেকে চলে যায়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, চিঠি পড়ে ও ঘটনা শুনে তাৎক্ষণিক ঘোড়াঘাট থানায় একটি জিডি করার পরামর্শ দিয়েছি। অভিযোগকারী বৃহস্পতিবার ঘোড়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানতে পেরেছি।


পাঠকের মন্তব্য দেখুন
ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0026040077209473