দৈনিক শিক্ষাডটকম, কুড়িগ্রাম : কুড়িগ্রামের চিলমারীর রাণীগঞ্জ ইউনিয়নের মজারটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্কুলে না এসে হাজিরা খাতায় স্বাক্ষরের ঘটনা ঘটছে। সরেজমিনে গতকাল বৃহস্পতিবার দুপুরে মজারটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে তালা ঝুলতে দেখা যায়। এসময় প্রধান শিক্ষকের রুমে তিনজন সহকারী শিক্ষককে উপস্থিত পাওয়া যায়। তারা বলেন, রমজান ও ঈদের জন্য আজ বন্ধ দেয়া হলো। এজন্য একটু আগে স্কুল ছুটি দেয়া হয়েছে।
সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, বাকি শিক্ষকরা একটু আগে বাড়িতে চলে গেছেন। সহকারী শিক্ষিকা মাকসুদা বেগম স্কুল আসার বিষয়ে জানতে চাইলে ওই শিক্ষক বলেন, তিনি আজ স্কুলে আসেনি। এসময় হাজিরা খাতা দেখলে সহকারী শিক্ষিকা মাকসুদা বেগমের বৃহস্পতিবার উপস্থিতির স্বাক্ষর দেখতে পাওয়া যায়।
এ বিষয়ে সহকারী শিক্ষিকা মাকসুদা বেগম বলেন, আমার স্বামী অসুস্থ। চিকিৎসার জন্য আমি তাকে হাসপাতালে ভর্তি করিয়েছি। ছয়দিন ছুটি শেষে বৃহস্পতিবার স্কুলে যেতে পারিনি। প্রধান শিক্ষক স্যারকে মোবাইলে বলেছি আমি আজ স্কুলে যেতে পারবো না। আমার হাজিরা খাতায় কে স্বাক্ষর করেছে তা আমি জানি না।
স্কুলের প্রধান শিক্ষক নুরুজামাল বলেন, ওই শিক্ষিকা আমাকে ফোনে ছুটি চেয়েছে। হাজিরা খাতায় স্বাক্ষর কে করেছে আমি জানি না।
এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) মো. জাকির হোসেন জানান, আমি ওই শিক্ষিকার ছুটির বিষয়ে জানি না। আর স্কুলে না এসে হাজিরা খাতায় স্বাক্ষর করার বিষয়টি আমি খতিয়ে দেখবো।