ষষ্ঠ থেকে দশম শ্রেণির অস্বচ্ছল শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে সহায়তা দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এ সহায়তা পেতে আবেদন করার সময় শেষ হলেও তা বাড়ানো হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুলে ভর্তিতে সহায়তা পেতে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি সহায়তা পাওয়ার আবেদন করার সুযোগ ছিলো। সে সময় ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে বিষয়টি জানিয়ে চিঠি সব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। রোববার চিঠিটি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
গত ১৬ ফেব্রুয়ারি ট্রাস্টের উপবৃত্তি শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে ভর্তিকৃত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহয়তা দেয়ার অনলাইন আবেদনের সময় ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো।
এ সহায়তা পেতে শিক্ষার্থীদের নির্ধারিত লিংকে (www.eservice.pmeat.gov.bd/admission) প্রবেশ করে আবেদন করতে হবে। ই ভর্তি সহায়তার ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আগামী ২৩ ফেব্রুয়ারির পর্যন্ত নির্ধারিত সিস্টেমে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের আবেদন করতে হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব (লিংক যাবে) করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।