সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির ডিজিটাল লটারির ফল আগামী ২৬ নভেম্বর (রোববার) প্রকাশ করা হবে। ওই দিন শিক্ষামন্ত্রী দীপু মনি সশরীরে উপস্থিত থেকে লটারির ফল প্রকাশ করবেন। সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকাল ১১টায় এ ফল প্রকাশ করা হবে।
রোববার রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে উপপরিচালক ও ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৬ নভেম্বর মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এদিন আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটে ভর্তির কেন্দ্রীয় লটারি প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে।
গত ২৪ অক্টোবর সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু হয়েছে। ভর্তির আবেদন শুধু অনলাইনে (https://gsa.teletalk.com.bd) করা যায়। আবেদন ১৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত চলবে। ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।