স্কুল কক্ষে পুলিশের তদন্তকেন্দ্র ও ব্যাংকের অফিস : নির্মাণাধীন ভবনে জেএসসি পরীক্ষা

লালমোহন (ভোলা) প্রতিনিধি |

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্রের চারটি কক্ষে ব্যাংকের অফিস ও পুলিশ তদন্তকেন্দ্র করায় নির্মাণাধীন ভবনে জেএসসি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষক ও অভিভাবকরা দুর্ঘটনার শঙ্কায় রয়েছেন। শনিবার (২ নভেম্বর) থেকে শুরু হওয়া জেএসসি পরীক্ষার এই কেন্দ্রে ইউনিয়নের সাতটি বিদ্যালয়ের ৭১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির বলেন, বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট সারা বছরের। কেন্দ্রীয় পরীক্ষার সময় সমস্যা চরম আকার ধারণ করে। জানান, প্রায় চার বছর আগে বিদ্যালয়ের দুটি কক্ষে পুলিশ তদন্ত কেন্দ্র বসেছে। এখন অবধি তদন্তকেন্দ্রটি সরেনি। আর গত মে মাসে ফণির আঘাতে বাংলাদেশ কৃষি ব্যাংকের মঙ্গল শিকদার শাখাটি ভেঙ্গে যায়। উপজেলা প্রশাসন ব্যাংকের শাখাটি বিদ্যালয়ের দুটি কক্ষে উঠিয়েছে। সেই থেকে তারাও বিদ্যালয়ে আছে। বিদ্যালয়ের চারটি কক্ষ ব্যবহার করার জন্যে তারা কোনো ভাড়া পরিশোধ করে না।

প্রধান শিক্ষক হুমায়ুন কবীর আরও বলেন, তাঁর বিদ্যালয়ে ৯৬০ জন শিক্ষার্থী। প্রধান শিক্ষক, শিক্ষক মিলনায়তন, কমনরুম, বিজ্ঞানাগারসহ বিদ্যালয়ে ১৬টি শ্রেণিকক্ষ। এরমধ্যে চারটি কক্ষ দুটি প্রতিষ্ঠান দখল করেছে। বাকী আছে ১২টি। এতে কক্ষ সংকট হচ্ছে। কেন্দ্রীয় পরীক্ষা চালিয়ে ক্লাস চালানো সম্ভব হয় না। তাই ভবন সম্প্রসারণ হচ্ছে। সেখানে আরও ৪টি কক্ষ হচ্ছে। সেগুলো সমাপ্ত হলে সমস্যা সমাধান হবে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, ধলীগৌর নগর ইউনিয়নের মঙ্গল শিকদার পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণের জন্য জমি খোঁজা হচ্ছে। উপজেলার জিএমবাজার পুলিশ তদন্তকেন্দ্রের জমি পাওয়ার সম্ভবনা তৈরি হয়েছে। জমি পেলে বাংলাদেশ পুলিশ ভবন নির্মাণ করবে। তখন কেন্দ্রটি সরিয়ে নেয়া হবে।

বাংলাদেশ কৃষি ব্যাংকের মঙ্গল শিকদার শাখার ব্যবস্থাপক আবুল ফায়েজ বলেন, তারা বিদ্যালয়ের মালিকানাধীন একটি আধাপাকা ভবনে ভাড়া থাকতেন। কিন্তু ফণি ঘূর্ণিঝড়ে ঘরটি দুমরে-মুচরে যায়। পরে ওই ঘরে ব্যাংক চালানো অসম্ভব হয়ে পরে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান রুমী তাদেরকে বিদ্যালয়ের কক্ষে থাকতে বলেন। তাদের ঘরটি সংস্কার হলে তাঁরা সেখানে চলে যাবেন।

কিন্তু শনিবার শুরু হয়েছে জেএসসি পরীক্ষা। সেখানে চর মোহাম্মদীয়া, হাজীগঞ্জ, করীমগঞ্জ, দ্বীপশিখা, ধলীগৌরনগর, আ. মান্নান ও দক্ষিণ চাচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭১৩ জন জেএসসি পরীক্ষা বসেছে। কেন্দ্রে কক্ষ সংকট পড়ায় পরীক্ষার্থীদের নির্মাণাধীন কক্ষে বসিয়েছে। সেখানে এখনও দেয়ালের কাজ শেষ হয়নি। শেষ হয়নি ছাদের ও সানসেটের কাজ। ওই অবস্থায় শিক্ষার্থীরা শঙ্কার মধ্যে পরীক্ষা দিয়েছে বলে জানায়।  শঙ্কায় আছেন অভিভাবক ও শিক্ষক।

ভোলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনির হোসেন বলেন, ১ কোটি ২৪ লাখ টাকার বিনিময়ে বিদ্যালয়ের ২য় ও তৃতীয় তলায় চারটি কক্ষ ও নিচে ওয়াশব্লকের কাজ মাস দুই আগে শুরু হয়েছে। এখনও বছরখানেক সময় লাগবে কাজ সম্পন্ন হতে।


পাঠকের মন্তব্য দেখুন
শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম লামিয়া - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম লামিয়া প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়াবে কাল - dainik shiksha ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়াবে কাল চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.014551877975464