ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. কামরুল হাসান মামুন বলেছেন, স্কুল শিক্ষার মান বৃদ্ধিতে স্কুল শিক্ষাকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্ধিত করা উচিত ও সেখানে বিসিএস শিক্ষা ক্যাডার নিয়োগ দেয়া। যেসব কলেজে অনার্স মাস্টার্স আছে সেখান থেকে মাস্টার্স বাদ দিয়ে কেবল অনার্স ডিগ্রি চালু করা। সেখানে শিক্ষক নিয়োগ ও প্রমোশন নীতিমালা বিশ্ববিদ্যালয়ের মত করতে হবে।
শনিবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।
আরো পড়ুন: কয়টি বিশ্ববিদ্যালয় আছে শিক্ষাবিদদের নামে: প্রশ্ন ঢাবি অধ্যাপক মামুনের
অধ্যাপক মামুন বলেন, পৃথিবীর এমন একটি দেশ পাবেন না যেই দেশে এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখান অনার্স মাস্টার্স পড়ানো হয় সেখানে উচ্চ মাধ্যমিকও পড়ানো হয়। এই অনাচারটি অনতিবিলম্বে বন্ধ করতে হবে। উচ্চ মাধ্যমিক শ্রেণি লেখাপড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের অন্যতম। যেখানে অনার্স মাস্টার্স থাকে সেখানে উচ্চ মাধ্যমিক থাকলে উচ্চ মাধ্যমিকের গুরুত্ব কমে যায়। আমাদের উচিত স্কুল শিক্ষাকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্ধিত করা যা সারা পৃথিবী জুড়েই করে। যথাশীঘ্র সম্ভব বাংলাদেশের সকল সরকারি উচ্চ বিদ্যালয়কে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উন্নীত করা এবং এইসব স্কুলগুলোতে বিসিএস শিক্ষা ক্যাডার নিয়োগ দেয়া। দেখবেন এক লাফে আমাদের স্কুল শিক্ষার মান অনেক বৃদ্ধি পেয়ে যাবে। যেসব কলেজে অনার্স মাস্টার্স আছে সেগুলো থেকে মাস্টার্স বাদ দিয়ে কেবল অনার্স ডিগ্রি চালু করা এবং সেখানে শিক্ষক নিয়োগ ও প্রমোশন নীতিমালা বিশ্ববিদ্যালয়ের মত করা। একই সাথে এই কলেজগুলোতে ২ বা ৩ বছরের ডিগ্রি পাস কোর্স চালু করা।