স্ত্রীকে এসিডে ঝলসে দিল মাদরাসা শিক্ষক

নরসিংদী প্রতিনিধি |

নরসিংদীতে গৃহবধূ তাছলিমার (২৮) শরীর এসিডে ঝলসে দিয়েছে মাদরাসা শিক্ষক স্বামী আমান উল্লা। মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোররাতে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে এসিডদগ্ধ তাছলিমা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন।

পৌলানপুর গ্রামের খোরশেদ মিয়ার বড় মেয়ে তাছলিমার সঙ্গে ১৩ বছর আগে একই উপজেলার মহিষাশুরা ইউনিয়নের বথোয়াদি গ্রামের সফুর উদ্দিনের ছেলে মাদরাসা শিক্ষক আমান উল্লাহর বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে দুই মেয়ে ও এক ছেলে সন্তান জন্ম নেয়।

কয়েক মাস আগে আমান উল্লাহ গোপনে দ্বিতীয় বিয়ে করে। এ খবর তাছলিমা জানতে পেরে বাবার বাড়ি পৌলানপুরে চলে যান। দ্বিতীয় বিয়ে করায় এবং স্ত্রী চলে যাওয়ায় আমান উল্লাহ তাছলিমার বাবার বাড়িতে যেত না। এদিকে বাবার বাড়িতে থাকার জায়গার সংকুলান না হওয়ায় তাছলিমা সন্তানদের নিয়ে পার্শ্ববর্তী ওলিউল্লার বাড়ির একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন। আমান উল্লাহ তার প্রথম স্ত্রী ও সন্তানরা কেমন আছে সে খবর কোন দিন নেয়নি। এমনকি তাদের ভরণ-পোষণের জন্য টাকা-পয়সাও পাঠায়নি।

এদিকে হঠাৎ গত সোমবার আমান উল্লাহ শ্বশুরবাড়িতে যায় এবং কৌশলে শ্বশুর-শাশুড়ির হাতেপায়ে ধরে ক্ষমা চেয়ে নেয়। তাছলিমার বাবা-মা জামাতার কথায় গলে গিয়ে মেয়ের সঙ্গে তাকে রাতযাপনের অনুমতি দেন।

স্বামী-স্ত্রী রাতে খাবার সেরে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টার দিকে তাছলিমার চিৎকার শুনে তার বাবা-মা ওলিউল্লার বাড়িতে ছুটে যান। সেখানে গিয়ে দেখতে পান গলা থেকে পা পর্যন্ত এসিডে ঝলসে যাওয়া তাছলিমা যন্ত্রণায় ছটফট করছেন।

আমান উল্লাহ ঘুমন্ত স্ত্রীর ওপর এসিড ঢেলে পালিয়ে যায়। পরে তাকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান। তাছলিমার পাশে থাকা মেয়ে ইসরাতের ওপরও এসিড পড়ে। 

মাধবদী থানার ওসি আবু তাহের আবদুল্লাহ বলেন, এ ব্যাপারে তাছলিমার বাবা খোরশেদ আলম থানায় অভিযোগ করেছেন। আমান উল্লাহকে ধরতে অভিযান চালানো হচ্ছে।


পাঠকের মন্তব্য দেখুন
শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0025231838226318