স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি

আমাদের বার্তা প্রতিবেদক |

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো জাতীয়করণসহ একগুচ্ছ দাবি জানিয়েছে মাদরাসা শিক্ষকরা। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে শিক্ষকদের পক্ষে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধন, সামবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মানববন্ধনে কাজী মোখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর (ভিপি), জাতীয় শিক্ষক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মাও. এ বি এম জাকারিয়া, শিক্ষক- কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মো. জাকির হোসেন, বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো. দেলোয়ার হোসেন।  

এতে আরো উপস্থিত ছিলেন, মাও. মো. তাজুল ইসলাম ফরাজী, মাও. মো. জহুরুল আলম, মাও. মোহাম্মদ আল-আমিন, মাও. সামছুল হক আনছারী, মাও. সামছুল আলম, মো. নুরুজ্জামান, মো. খোরশেদ আলম, মো. রেজাউল, মো. নূরুল ইসলাম, মো. নাজমুল আলম, মো. রিয়াজ হাওলাদার প্রমুখ। 

বক্তারা বলেন-১৯৭৮ অডিনেন্স ১৭ (২) ধারা মোতাবেক মাদরাসা শিক্ষা বোর্ডের শর্ত পূরণ সাপেক্ষে রেজি. প্রাপ্ত হয়। মাদরাসাগুলো প্রাথমিক বিদ্যালয়ের মতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সরকারি একই সিলেবাসে শিক্ষার্থীদের পাঠদান করা হয়, প্রাথমিক বিদ্যালয়ের মতো ইবতেদায়ি ৫ম শ্রেণি শিক্ষার্থী আগে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ ও বর্তমানে ৫ম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। 

অথচ মাস শেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ২২-৩০ হাজার টাকা পর্যন্ত বেতন পায়। কিন্তু ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের জাতীয়করণ তো দূরের কথা এমপিওভুক্ত করা হয়নি। বক্তারা বলেন- ১ হাজার ৫১৯টি ইবতেদায়ি বাদে বাকি রেজিস্ট্রেশনপ্রাপ্ত মাদরাসাগুলোর শিক্ষকরা ৩৭ বছর যাবৎ বেতন ভাতা হতে বঞ্চিত। 

আমাদের দাবির প্রেক্ষিতে সাবেক শিক্ষামন্ত্রী ২ মাসের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন করার আশ্বাস দেন। কিন্তু সাবেক শিক্ষামন্ত্রীর আশ্বাসের ২ বছর হলেও আজও কোনো দাবি বাস্তবায়ন হয়নি। তাই আমরা এই দাবিগুলো বাস্তবায়ন চাই।

শিক্ষকদের দাবিগুলো হলো: ১. ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষাবিষয়ক গবেষণাগার থেকে স্ট্যাডি রির্পোটের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো জাতীয়করণ করা। ২. স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার নীতিমালা-২০১৮ বাস্তবায়ন করণ। ৩. স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার করণ। ৪. রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো মাদরাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্তকরণ। ৫. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় ১ জন অফিস সহায়কের পদ সৃষ্টিকরণ। ৬. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার অবকাঠামো ও ভবন নির্মাণকরণ।

শিক্ষকরা জানান, দাবি আদায় না হলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করা হবে।

 


পাঠকের মন্তব্য দেখুন
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পাঠ্যবই মুদ্রণের টেন্ডার বাতিল - dainik shiksha ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পাঠ্যবই মুদ্রণের টেন্ডার বাতিল সরকারি ২১ কলেজে নতুন অধ্যক্ষ - dainik shiksha সরকারি ২১ কলেজে নতুন অধ্যক্ষ সৃজনশীলেই হবে ২০২৬ খ্রিষ্টাব্দের মাধ্যমিকের পরীক্ষা - dainik shiksha সৃজনশীলেই হবে ২০২৬ খ্রিষ্টাব্দের মাধ্যমিকের পরীক্ষা বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব কর্মসূচি - dainik shiksha বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব কর্মসূচি একাদশের রেজিস্ট্রেশন শুরু ১৫ সেপ্টেম্বর - dainik shiksha একাদশের রেজিস্ট্রেশন শুরু ১৫ সেপ্টেম্বর উপবৃত্তি কর্মসূচির প্রশিক্ষণ পাচ্ছেন ৫০০ শিক্ষক - dainik shiksha উপবৃত্তি কর্মসূচির প্রশিক্ষণ পাচ্ছেন ৫০০ শিক্ষক এনটিআরসিএর নতুন চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর - dainik shiksha এনটিআরসিএর নতুন চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর ছাত্রলীগ নেত্রীরাও স্কুল-মাদ্রাসা অডিটের দায়িত্বে - dainik shiksha ছাত্রলীগ নেত্রীরাও স্কুল-মাদ্রাসা অডিটের দায়িত্বে রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে ঢাবি অধ্যাপকের নতুন প্রস্তাব - dainik shiksha রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে ঢাবি অধ্যাপকের নতুন প্রস্তাব সেপ্টেম্বরে লিখিত পরীক্ষার ফল, ভাইভা অক্টোবর - dainik shiksha সেপ্টেম্বরে লিখিত পরীক্ষার ফল, ভাইভা অক্টোবর কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0024080276489258