দিনাজপুরের স্বপ্নপুরীতে ফিল্ড ওয়ার্কে গিয়ে হামলার শিকার হয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা। এ ঘটনায় শিক্ষার্থীদের করা মামলায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, সবুজ মিয়া (২৯), রেজওয়ান আহম্মেদ (১৮), আশরাফুল ইসলাম (১৭), প্রভাস কিস্কু (৩৬), আজিজুল হক (৩৯), জাহিদুল ইসলাম (৪৫), মানিকুল ইসলাম (৩২) ও সালমা আক্তার (২১)।
জানা যায়, রোববার রাতে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নে অবস্থিত স্বপ্নপুরী পার্কে ফিল্ড ওয়ার্কে গিয়ে হামলার শিকার হয় শিক্ষার্থীরা। পার্কে কর্মরত স্টাফরা এক নারী শিক্ষার্থীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলে ওই শিক্ষার্থীর অন্য বন্ধুরা প্রতিবাদ করে। এসময় স্টাফরা জড়ো হয়ে লাঠিসোঁটা, রড নিয়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল দৈনিক শিক্ষাডটকমকে বলেন, কয়েকজন শিক্ষার্থীরা গুরুতর আহত হয়েছে। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।