ভরিতে আরও ৩ হাজার ৩২ টাকা বাড়ল স্বর্ণের দাম। ফলে ২২ ক্যারেটের (ভালো মানের) প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়াল ৮৭ হাজার ২৪৬ টাকা। রোববার থেকে এ দাম কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভায় শনিবার এ সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দাম বেড়ে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৮৭ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেটে ৩ হাজার ৩৮৩ টাকা বেড়ে ৮৩ হাজার ৭৪৭ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৪৪৯ টাকা বেড়ে ৭১ হাজার ৩৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ৭৯৯ টাকা বেড়ে ৫৯ হাজার ৪৮৬ টাকায় বিক্রি হবে।
এর আগে ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছিল ৮৪ হাজার ২১৪ টাকায়। ২১ ক্যারেট ৮০ হাজার ৩৬৪ টাকা, আর ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে ৬৮ হাজার ৯৩৪ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫৬ হাজার ৬৮৭ টাকায় বিক্রি হয়েছে।
তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।