আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছিলো সরকার। কিন্তু গোপালগঞ্জ সদরের শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। ২০১৫ খ্রিষ্টাব্দের আগস্টে সরকারিকৃত হয় এ শিক্ষা প্রতিষ্ঠানটি।
রোববার বেলা ১১টার পর কয়েকজন অভিভাবক প্রতিষ্ঠানটিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি বলে দৈনিক শিক্ষাডটকমের কাছে অভিযোগ করেন। তারা ভিডিও এবং ছবি তুলে পাঠান। অভিভাবকরা জানান, বেলা পৌনে বারোটা পর্যন্ত তারা জাতীয় পতাকা উত্তোলন করতে দেখেননি।
তবে, কলেজ কর্তৃপক্ষ বলছে ভুল করে এমনটি হয়েছে। অপর দিকে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বলছে, এ বিষয়ে খোঁজ নেয়া হবে।
স্থানীয়রা জানান, স্বাধীনতা দিবসে সব শিক্ষা প্রতিষ্ঠানে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের কথা থাকলে বেলা পৌনে বারোটা পর্যন্ত শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। ওই প্রতিষ্ঠানে কোনো শিক্ষক বা শিক্ষার্থীদেরও উপস্থিত দেখা যায়নি। ফ্ল্যাগ স্ট্যান্ড ছিলো খালি।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমাদের একটু ভুল হয়ে গেছে। পতাকা উত্তোলনে একটু দেরি হয়েছে। বেলা ১১টায় পতাকা উত্তোলন করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, স্কুল ছুটি থাকায় সব শিক্ষকরা একটু ছুটির আমেজে আছেন। আমরা বিভিন্ন জাতীয় দিবস উদযাপনে কমিটি করেছি। কমিটির সদস্যরাও বিষয়টি খেয়াল করেননি। এদিকে ভোরে আমি গিয়েছিলাম শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে। এরমধ্যে শুনি এ বিষয়টি। সঙ্গে সঙ্গে বলা হয়েছে পতাকা উত্তোলন করতে।
তিনি বলেন, উদযাপন কমিটি থাকলেও কেউ মনে করলো না, প্রতিষ্ঠান প্রধান তাই আমাকেই মনে করতে হলো। কোনো শিক্ষক একবারও খেয়ালও করলেন না।
এ বিষয়ে জানতে চাইলে গোপালগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম তালুকদার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, প্রতিষ্ঠানটিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে কি-না বলতে পারি না। আমরা উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছি। তবে, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।