দৈনিক শিক্ষাডটকম, শাবিপ্রবি: ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানানো ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা র্যালি করেছেন। গতকাল দুপুর ১টার দিকে ক্যাম্পাসে এ র্যালি অনুষ্ঠিত হয়। এতে শাখা ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
র্যালিতে নেতাকর্মীদের ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন, স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন’ বলে স্লোগান দিতে দেখা যায়। র্যালি পরবর্তী গোল চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন সভাপতি মো. খলিলুর রহমান।
এ সময় তিনি বলেন, আমরা সবসময় অত্যাচারিত ও নিপীড়িত মানুষের পক্ষে আছি। ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন শুরু হয়েছে। আমরা তাদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছি এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি।