দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, প্রযুক্তি ও জ্ঞাননির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সফল বাস্তবায়ন এবং তাঁর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ ‘ডিজিটাল বাংলাদেশে’ পৌঁছে গেছে। বাংলাদেশ এখন ‘স্মার্ট বাংলাদেশ’ এর সন্নিকটে। ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে শিক্ষার্থীদের সক্ষমতা অর্জন করতে হবে।
শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ক্যারিয়ার সেমিনার ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুজিত রায় নন্দী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের লোক স্বাধীনভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানাদি পালন করছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এ দেশের অতীত গৌরব রয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য মাক্ছুদুর রহমান পাটওয়ারী।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মমিন, ড. আবু হানিফ সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী, সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইন প্রমুখ।