ঝালকাঠি পৌর এলাকার দীর্ঘ দিনের ভাঙা একটি সড়কে কচুগাছ রোপণ করেছেন স্থানীয়রা। দীর্ঘদিন সড়কটি মেরামত না করার প্রতিবাদে এ অভিনব কর্মসূচি পালন করেছেন তারা। বুধবার সকালে পৌর এলাকার কাঠপট্টি (কাঠাল তলা) সড়কে স্থানীয়রা প্রায় অর্ধশত কচুগাছ রোপণ করেন।
স্থানীয় মাহাবুব আলম সৈকত দৈনিক শিক্ষাডটকমকে বলেন, প্রথম শ্রেণির ঝালকাঠি পৌরসভায় তিন বছর ধরে এ রাস্তাটি বেহাল দশায় পড়ে আছে। এখন বর্ষায় রাস্তায় পানি জমে থাকছে। রাস্তার পাশে ড্রেন না থাকায় পানি উপচে আশপাশের ঘরে উঠে যাচ্ছে। চরম দুর্বিসহ পরিস্থিতে রয়েছেন রাস্তার দু’ধারের শত শত পরিবার।
কচুগাছ লাগানো কর্মসূচিতে অংশ নেয়া কালাম নামের আরেক যুবক বলেন, পৌর এলাকার সিটি পার্ক থেকে কাঠপট্টি ট্রলারঘাট পর্যন্ত দেড় কিলোমিটার সড়কেই এমন অবস্থা। এর মধ্যে বান্ধাঘাটার মোড় থেকে বাশপট্টির মোড় পর্যন্ত সড়কে অসংখ্য খানাখন্দ। আশপাশে নতুন নতুন ভবন নির্মাণের ফলে রাস্তার যেমনি বেহাল দশা তৈরি হয়েছে, তেমনি পানি নেমে যাওয়ার পথও বন্ধ হয়ে গেছে। ফলে এ অংশ দিয়ে কোনো রিকশা যাত্রী নিয়ে যেতে চায় না। স্কুল-কলেজে আসতে গিয়ে শিক্ষার্থীদের পোশাক নষ্ট হয়ে যায়।
জানতে চাইলে ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুণ কুমার কর্মকার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, উপকূলীয় অঞ্চলের প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার অনুমোদন হয়েছে। অচিরেই এটিসহ আরো ৭টি সড়ক মেরামতে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।