দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: ডিআরএমসি সমাজসেবা ক্লাবের উদ্যোগে সড়কের বিভিন্ন স্তরের শ্রমজীবী মানুষ ও পথচারীদের নিরাপদ খাওয়ার পানি, শরবত, ওরস্যালাইন ও মাথার ক্যাপ বিতরণ করা হয়েছে।
বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় দু’দিনব্যাপী কর্মসূচি শুরু করা হয়।
এই কর্মসূচিতে তৃষ্ণার্ত মানুষের মধ্যে পাঁচশত গ্লাস শরবত, তিনশত বোতল মিনারেল ওয়াটার, সাড়ে তিন’শ বোতল ড্রিংকস, ও প্রয়োজনীয় সংখ্যক ওরস্যালাইন এবং মাথার ক্যাপ বিতরণ করা হয়।
কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ (এনডিসি, পিএসসি)। এতে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেন ক্লাবের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নূরুন্নবী।
কমর্সূচিতে আরো উপস্থিত ছিলেন ক্লাবের মডারেটর মো. খায়রুজ্জামান, সহকারী মডারেটর মো. জাহাঙ্গীর আলম ও ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকরা।
এ সময় অধ্যক্ষ মানবিক কাজের জন্য শিক্ষার্থীদের প্রশংসা করে ভবিষ্যতে আরো ব্যাপকভাবে অংশগ্রহণের জন্য তাদেরকে উৎসাহিত করেন।
তিনি ভবিষ্যতে মানবিক কাজে শিক্ষার্থীদের বেশি করে সম্পৃক্ত করার জন্য এখন থেকেই মানবিক দীক্ষা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।