কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটিতে স্থান না পাওয়ায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। এসময় নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা তৈরি হয়। বর্ধিত সভার ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে।
বুধবার দুপুরের দিকে জেলা পরিষদের হল রুমে পার্টির বর্ধিত সভা বর্জন করে রংপুর-কুড়িগ্রাম সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।
পদবঞ্চিতদের অভিযোগ, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহম্মেদকে আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ পদে না রেখে পকেট কমিটি তৈরি করা হয়েছে, যা সামনে জাতীয় নির্বাচনে দলের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। মেজর সালাম ও মোস্তাফিজার রহমান কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে নিজেদের ইচ্ছেমত আহ্বায়ক কমিটি গঠন করেছে। এ কারণে জেলা পরিষদ মিলনায়তনে বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাবেক এমপি মোস্তাফিজার রহমানের নেতৃত্বে বর্ধিত সভা বর্জন করে এ বিক্ষোভ সমাবেশ করেন পদবঞ্চিতরা। পরে দুপুর একটার দিকে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করতে সড়ক থেকে তাদের সরিয়ে দেয়।
জেলা জাতীয় পার্টির বর্ধিত সভায় সদস্য সচিব মেজর ছালাম বলেন, এমপি পনির উদ্দিন আহমেদ এ আহ্বায়ক কমিটির সদস্য। তাকে বর্ধিত সভায় আমন্ত্রণ জানানো হলেও তিনি সেটি বর্জন করে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটান। এই ন্যাক্কারজনক ঘটনার তীব নিন্দা জানাচ্ছি। এসব ঘটনায় দলের ভাবমূর্তি নষ্ট হয় বলে জানান তিনি।
এ বিষয়ে মন্তব্য জানতে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মো. পনির উদ্দীন আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ ফরিদ হোসেন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমরা পুলিশি পাহারায় সড়কের যানজট মুক্ত করে মানুষের যাতায়তের ব্যবস্থা করেছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।