সড়ক দুর্ঘটনায় শেরপুরের নালিতাবাড়ীতে স্কুলশিক্ষক ও হবিগঞ্জের বাহুবলে স্কুলছাত্রসহ পাবনার ঈশ্বরদী, দিনাজপুরের চিরিরবন্দর ও ঝিনাইদহের কালীগঞ্জে ছয়জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-
ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা যাত্রী মিঠু সরকারের (৪৫)। মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর বাজারের সামনে এ ঘটনা ঘটে। মিঠু সরকার নাটোরের লালপুর উপজেলার উত্তর লালপুর গ্রামের আজিজুল সরকারের ছেলে।
শেরপুর :নালিতাবাড়ী-নাকুগাঁও সড়কের আন্দারুপাড়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (৩৩) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক উপজেলার নয়াবিল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী কৃষি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে মাইক্রোবাসের ধাক্কায় এক সাইকেল আরোহীসহ দু'জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একটি ইজিবাইকের তিন যাত্রী। বুধবার দিনাজপুর-ফুলবাড়ী সড়কের আমতলী বাজারে ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ইসমাইল হোসেন উপজেলার নারায়ণপুর গ্রামের মংলু মোহাম্মদের ছেলে। অন্যজন হলেন ইজিবাইকের চালক মিন্টু। তার পরিচয় পাওয়া যায়নি।
হবিগঞ্জ :হবিগঞ্জের বাহুবলে মোটরসাইকেল দুর্ঘটনায় হাবিবুর রহমান (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা মোগল চাঁদ (১৬) নামের আরেক স্কুলছাত্র গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নতুনবাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র হাবিবুর রহমান উপজেলার পশ্চিম দীমূড়া গ্রামের আব্দুর রহমান ওরফে সাহেব আলীর ছেলে।
কালীগঞ্জ (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় হাসিবুল (১০) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বারোবাজার কড়াইতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুর উপজেলার পিরোজপুর গ্রামের মজনু মিয়ার ছেলে।