হজের প্যাকেজ মূল্য তিন লাখ টাকা করার দাবি জানিয়েছে একটি সংগঠন।আজ (২৬ আগস্ট ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নিরাপদ জীবন চাই ‘ব্যানারে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি ক্যান্সার গবেষক ডা.অধ্যক্ষ এস এম সরওয়ার বলেন, বিমান ভাড়া কমানোর পাশাপাশি বিভিন্ন ট্যাক্স কমিয়ে আনলে হজ প্যাকেজ মূল্য ৩ লাখ টাকা করা সম্ভব। তিনি আরো বলেন ,অতিরিক্ত প্যাকেজ মূল্যের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে হজে যাওয়ার সাহস পান না।
মানববন্ধনে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হজের খরচ কমাতে এবং সবাই হজ পালন করতে পারে এরকম প্যাকেজ ঘোষণা করার দাবি জানিয়েছেন।
এর আগে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) জানিয়েছিল, কোনো এজেন্সির ব্যবস্থাপনায় হজে যেতে চাইলে সর্বনিম্ন ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা খরচ হবে।