ছাত্রলীগ থেকে হঠাৎই পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় নেতা শাহাদাত হোসেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি চেয়েছেন তিনি। শাহাদাত ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-আপ্যায়নবিষয়ক সম্পাদক ছিলেন।
জানা গেছে, আজ রোববার (৩০ জুলাই) ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন শাহাদাত। দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তিনি।
জানতে চাইলে শাহাদাত হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি মূলত ব্যক্তিগত কারণেই অব্যাহতি নিয়েছি। ছাত্রলীগের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই আমার বন্ধু। তবে, আমি সাদ্দাম হেসেনের সঙ্গেই রাজনীতি করতাম।’
দেশের চলমান রাজনৈতিক সংকটের মধ্যে এমন সিদ্ধান্তের বিষয়ে শাহাদাত বলেন, ‘আমি ছাত্রলীগ থেকে অব্যাহতি নিয়েছি, রাজনীতি থেকে নয়।’