বাগেরহাটের রামপালে হরিণের মাংসসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামের হাসান সরদারের ছেলে শওকত আলী (৩৭) ও রামপাল উপজেলার ব্রী চাকশ্রী গ্রামের শেখ আশরাফ আলীর ছেলে শেখ হেকমত আলী (৩৯)।
সোমবার আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে থানায় মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়।
জানা যায়, গতকাল রোববার মধ্যরাতে রামপাল থানার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা বাজারের ব্যাংকের মোড় নামক স্থানে পাকা রাস্তার ওপর দিয়ে মোটরসাইকেলে করে হরিণের মাংস বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন তারা। ওই সময় গিলাতলা বাজারের পাহারাদারদের সহায়তায় হরিণের মাংস ও মোটরসাইকেল জব্দ করে পুলিশ তাদের আটক করে।
রামপাল থানায় ওসি এস এম আশরাফুল আলম বিষয় নিশ্চিত করে দৈনিক শিক্ষাডটকমকে জানান, হরিণ শিকারী সিন্ডিকেটের সঙ্গে কারা কারা জড়িত আছে তার কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। খুব শিগগিরই শিকারী চক্রকে নির্মূল করা হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।