হলে ঢুকতে পারছেন না গণরুমে থাকা ঢাবি শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি |

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব বর্ষের শিক্ষার্থীদের জন্য আজ রোববার (১০ অক্টোবর) থেকে আবাসিক হল খুলে দেয়া হলেও ছেলেদের দু'টি হলে গণরুমে থাকা প্রথম বর্ষের শিক্ষার্থীদের ঢুকতে না দেয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও মেয়েদের হলে অনাবাসিক শিক্ষার্থীদের উঠতে না দেয়ার অভিযোগ উঠেছে। আগে থেকে না জানা থাকায় অনেক শিক্ষার্থী ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানা গেছে।   

বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল এবং বিজয় একাত্তর হলের গণরুমে থাকা শিক্ষার্থীদের   উঠতে না দেয়ায় ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।

সকাল দশটায় দেখা যায়, আগে গণরুমে ছিলেন এমন শিক্ষার্থীরা হলের সামনে জড়ো হয়ে বসে আছে। টিকা কার্ড প্রদর্শন শর্তেও তাদের ঢুকতে দেয়া হচ্ছে না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

নাম প্রকাশ না করার শর্তে প্রথম বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘এসব ফালতু সিদ্ধান্ত। লোক দেখানো পদক্ষেপ। আমাদের হলে তুলবে না বিষয়টি আগে জানিয়ে দিলেই পারতো। আমরা আসতাম না। এখন আমরা থাকবো কোথায়?

আরেক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে আজকে সব বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। শুধু গণরুমের শিক্ষার্থীদের তোলা হবে না সে বিষয় আগেই জানিয়ে দিতো। প্রাধ্যক্ষদের তো জানা আছে, প্রথম বর্ষের শিক্ষার্থীরা গণরুমে থাকে।’

বিজয় একাত্তর হলের সামনে অপেক্ষারত প্রথম বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা সকাল আটটা থেকে হলের গেইটে বসে আছি। টিকা কার্ড থাকা সত্বেও আমাদের ঢুকতে দেয়া হচ্ছে না। এখন ছাত্রলীগের বড় ভাইরা কী বলে সেটি দেখি।’

ফাইল ছবি

একই হলে দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, হলে ওঠার জন্য সকাল থেকে হলের সামনে দাঁড়িয়ে আছি। আগে গণরুমে থাকতাম তাই আমাদের ঢুকতে দেয়া হয়নি। প্রভোস্টকে বিষয়টি জানালে তিনি বলেন, ‘হলে আর কোনো গণরুম নেই। তোমরা ১৭ তারিখ আসো। এর মধ্যে তোমাদের জন্য আমরা সিট বরাদ্দ দিতে পারবো।’

ওই শিক্ষার্থী আরও বলেন, ‘চলতি মাসের ১৭ তারিখ থেকে আমাদের সশরীরে বিভাগের চূড়ান্ত পরীক্ষা। এতোদিন কোথায় থাকবো স্যারকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘রিকশা ভাড়া দিচ্ছি। এটা দিয়ে বাসায় চলে যাও।’

তার বাড়ি কক্সবাজারে বললে প্রভোস্ট নিরুপায় হয়ে ওই শিক্ষার্থীকে বলেন, ‘আমাদের কী করার আছে তুমিই বলো।’

গণরুমের শিক্ষার্থীদের হলে না তোলার বিষয়ে এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম খান বলেন, ‘আমরা হলে কোনো গণরুম রাখবো না। তাই তাদের তুলতে পারছি না। সিট বরাদ্দ দিয়ে কয়েকদিন পর তাদের তোলা হবে।’

বিষয়টি তাদের আগে জানানো হয়েছে কী না জানতে চাইলে তিনি বলেন, ‘ওই শিক্ষার্থীরা তো আমাদের জিজ্ঞেস করে এতোদিন হলে থাকেনি। যেসব নেতাদের বলে তারা হলে এসেছে এখন তাদের কাছে যাক।’

বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুল বাছির বলেন, ‘ অনাবাসিক ওই শিক্ষার্থীদের ১৭ তারিখের আগে রুম বরাদ্দ দিয়ে হলে তোলা হবে। তাছাড়া, তারা আমাদের আবাসিক শিক্ষার্থী না যে তাদের আমরা আগে থেকে ইনফর্ম করতে পারবো।’

হলে ওঠার বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান বলেন, ‘অভিযোগের বিষয়টি স্পষ্ট নয়। তবে করোনার প্রথম ডোজের টিকা নেয়া থাকলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের আবাসিক শিক্ষার্থীরা হলে উঠতে পারবে।’

রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ও রোকেয়া হল পরিদর্শন শেষে তিনি বলেন, গণরুমের বিষয়ে হল প্রশাসন একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। কোনোভাবেই যাতে আগের মতো ঠাসাঠাসি করে শিক্ষার্থীরা হলে প্রবেশ না করে। এটি স্বাস্থ্যবিধি পরিপন্থী। অন্যদিকে শিক্ষার্থীদের জীবনমানের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।


পাঠকের মন্তব্য দেখুন
শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম লামিয়া - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম লামিয়া প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়াবে কাল - dainik shiksha ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়াবে কাল চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0024938583374023