দৈনিক শিক্ষাডটকম, কুবি: উপাচার্য-শিক্ষক সমিতির দ্বন্দ্বে ক্যাম্পাস ও হল বন্ধের সিদ্ধান্ত থাকলেও যথাযথভাবেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ মে) বেলা ১১টা থেকে বি ইউনিটের ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। পরীক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বর্জন করা শিক্ষক সমিতির সদস্যরাও।
পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষক সমিতির আন্দোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের কারণ জানতে চাইলে তিনি বলেন, শিক্ষক সমিতি আগে থেকেই ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে আসছিল।
তিনি আরও বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, তাই নিরাপত্তার কথা বিবেচনা করেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। ইতোমধ্যে শিক্ষক সমিতির অনেক দাবিই মেনে নেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (৩০ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ থাকবে। প্রশাসনের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে পরদিন বুধবার আন্দোলন করেন শিক্ষার্থীরা।