হাঁটুপানি মাড়িয়ে স্কুলে যায় শিক্ষক-শিক্ষার্থীরা

ফেনী প্রতিনিধি |

মাঠে হাঁটুপানি মাড়িয়ে ক্লাসে যেতে হচ্ছে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের উত্তর লেমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের। এতে জামা ভিজে নিত্য দুর্ভোগের শিকার হতে হয় তাদের।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯২২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত উত্তর লেমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত দেড় শতাধিক ছাত্র-ছাত্রী অধ্যয়নরত। মাঠটি নিচু হওয়ায় বৃষ্টি হলেই মাঠে হাঁটু পরিমাণ পানি জমে যায়। এতে প্রাক-প্রাথমিক ও শিশু শ্রেণির ছাত্র-ছাত্রীরা ক্লাসে যেতে পরনের প্যান্ট-শার্ট ভিজে যায়। প্রায় সময় ছোট ছোট কোমলমতি শিশুরা পা পিছলে পানিতে পড়ে যায়। এ অবস্থা দেখে অভিভাবকরা ছেলেমেয়েদের কোলে করে মাঠ পেরিয়ে ক্লাসে দিয়ে আসে। আবার ক্লাস শেষে কোলে করে নিয়ে আসতে হয়। 

জয়নাল আবেদিন নামে এক অভিভাবক জানান, গত প্রায় এক মাস ধরে এ বিদ্যালয়ের মাঠে হাঁটু পরিমাণ পানি জমে থাকলেও বিদ্যালয় পরিচালনা পর্ষদ পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেয়নি। এতে করে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা দুর্ভোগ পোহাচ্ছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা রানী দাশ জানান, বিদ্যালয়ের মাঠ রাস্তা থেকে নিচু হওয়ায় আশপাশের বাড়িসহ রাস্তার পানি গড়িয়ে স্কুলমাঠে জমে। বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করার পর একপাশে উঁচু হয়ে গেছে। এতে বর্ষার শুরু থেকে বিদ্যালয় মাঠে পানি জমে রয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরাও পানিতে হেঁটে ক্লাসে যেতে হয়। মাঠে পানি জমে থাকায় আশপাশের বাড়ির লোকজনও স্কুলের বারান্দা দিয়ে চলাচল করে। শ্রেণি কার্যক্রমে ব্যাঘাত ঘটলেও কেউ তা শুনতে চায় না। 

তিনি আরও বলেন, বিদ্যালয়ে শৌচাগার নেই। নতুন ভবনে নেই বিদ্যুৎ সংযোগ। একটি টিউবওয়েল থাকলেও তা নষ্ট হয়ে আছে। বিদ্যালয়ের মাঠসহ নানা বিষয়ে ফেনী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হলে তিনি বিদ্যালয় পরিদর্শন করেন। এ ব্যাপারে বক্তব্য জানতে চাইলে মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করলেও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফজলুল হক রিসিভ করেননি।

লেমুয়া ইউনিয়ন পরিষদ সদস্য মাসুদ তালুকদার জানান, উত্তর লেমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নানা সমস্যা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। জানতে চাইলে ফেনী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম বলেন, বিদ্যালয় মাঠে পানির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 


পাঠকের মন্তব্য দেখুন
ঘুষকাণ্ড চাপা দিয়ে স্কুল অডিটে মনকিউল - dainik shiksha ঘুষকাণ্ড চাপা দিয়ে স্কুল অডিটে মনকিউল শিক্ষা একটি মৌলিক মানবাধিকার, জাতি গঠনের প্রধান হাতিয়ার - dainik shiksha শিক্ষা একটি মৌলিক মানবাধিকার, জাতি গঠনের প্রধান হাতিয়ার মাউশি কমকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃত্বে লিয়াকত-অহিদুর - dainik shiksha মাউশি কমকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃত্বে লিয়াকত-অহিদুর নবম-দশমের পাঠ্যবইয়ের চাহিদা আপলোডের নির্দেশ - dainik shiksha নবম-দশমের পাঠ্যবইয়ের চাহিদা আপলোডের নির্দেশ ক্ষমতায় গেলে ফরম থেকে কে কোন ধর্মের সেই প্রশ্ন তুলে দেয়া হবে - dainik shiksha ক্ষমতায় গেলে ফরম থেকে কে কোন ধর্মের সেই প্রশ্ন তুলে দেয়া হবে ডাকসুতে প্যানেল বাতিলসহ ৮দফা প্রস্তাবনা ইউআরআই‘র - dainik shiksha ডাকসুতে প্যানেল বাতিলসহ ৮দফা প্রস্তাবনা ইউআরআই‘র কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0029091835021973