আগামীকাল শনিবার (২৬ আগস্ট) হাটহাজারীতে চট্টগ্রাম বিভাগের মাদরাসা শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভাগীয় মাদরাসা শিক্ষক সমাবেশ। এতে চট্টগ্রাম বিভাগের সব মাদরাসার প্রধানকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। তাই আশা করা হচ্ছে সমাবেশে চট্টগ্রাম বিভাগের সহস্রাধিক মাদরাসা প্রধানদের মিলনমেলা ঘটবে।
আগামীকাল শনিবার (২৬ আগস্ট) সকাল ১০ ঘটিকায় উপজেলার ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এমএ) মাদরাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও মাদরাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা শীর্ষক সমাবেশের আয়োজন করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
আশা করা হচ্ছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি চট্টগ্রাম-৫ আসনের (হাটহাজারী) সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। সমাবেশে সভাাপতিত্ব করবেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান। সমাবেশে চট্টগ্রাম বিভাগের সব মাদরাসার প্রধানকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এছাড়া অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
চট্টগ্রাম বিভাগের সব মাদরাসার সুপার ও অধ্যক্ষদের সমাবেশে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এমএ) মাদরাসায় অধ্যক্ষ আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।