সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি পালন করছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষক-কর্মকর্তারা। সোমবার (১ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা। এরমধ্যে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ড. মুহাম্মদ কুদরত-ই-খুদা একাডেমিক ভবনের নিচে ঘণ্টাব্যাপি অবস্থান কর্মসূচি পালন করে হাবিপ্রবি শিক্ষক সমিতি। পাশাপাশি বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন এর ব্যানারে ড. এম ওয়াজেদ ভবনের নিচে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন করেন।
উক্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাদেকুর রহমান, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. ফাহিমা খানম, হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. বলরাম রায় সহ বিভিন্ন শিক্ষক নেতা এবং সাধারণ শিক্ষকরা।
এদিকে আজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. নাজিম উদ্দিন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চলমান সকল ফাইনাল পরীক্ষা স্থগিত করার কথা জানানো হয়।
অবস্থান কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজার রহমান বলেন, আমরা একদিনে এমন কঠোর কর্মসূচিতে আসিনি। শুরুতে ১ ঘন্টা, অর্ধদিবস কর্মবিরতি এমন কর্মসূচি পালন করা হয়েছে। আমাদের দাবি মেনে নিলেই আমরা শ্রেণিকক্ষে ফিরে যাবো।