হাবিপ্রবি ছাত্রকে মার*ধর: স্টেশনে ট্রেন আটকে রেখে বি*ক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি |

দৈনিকশিক্ষাডটকম, হাবিপ্রবি: চলন্ত ট্রেনে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষকের (টিটিই)বিরুদ্ধে।

রোববার দুপুরের এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতে রেল লাইন অবরোধ করে একটি ট্রেন প্রায় এক ঘণ্টা আটকে রাখেন।

মারধরের শিকার আব্দুর রাজ্জাক হাবিপ্রবির কম্পিউটার অ্যান্ড সাইন্স বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী। 

জানা গেছে, ঢাকা থেকে আব্দুর রাজ্জাক ও তার বন্ধু মিলে একতা এক্সপ্রেস ট্রেনে করে দিনাজপুরে আসছিলেন। পথে টিটিই বিশ্বজিৎ তাদের টিকিট চেক করেন। এ সময় তারা একটি টিকিট দেখাতে সক্ষম হলে তাদের কাছে টাকা দাবি করেন ওই টিটিই।

টাকা দিতে কিছুটা বিলম্ব হওয়ায় তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে অভিযুক্ত টিটি ও তার সহকারী মিলে আব্দুর রাজ্জাককে মারধর করেন।

আব্দুর রাজ্জাক বলেন, টিটিই বিশ্বজিৎ যখন আমাদের কাছে টিকিট দেখতে চান, তখন আমরা একটি টিকিট দেখাই। অন্য টিকিটের জন্য আমাদের কাছে জরিমানা স্বরূপ টাকা দাবি করেন তিনি। আমার কাছে তখন বেশি টাকা না থাকায় বন্ধুর কাছ থেকে নিয়ে দিতে চাই। কিন্তু তিনি দেরি করতে না চাওয়ায় বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তিনি এবং তার সহকারী মিলে মারধর করেন।

এ ঘটনায় রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর ষ্টেশনে প্রবেশ করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করে রাখেন। পরে উভয় পক্ষের সমঝোতার পর সোয়া ৯টায় ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যায়।

রেলপথ অবরোধের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম ও সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম।

দিনাজপুর স্টেশন সুপার জিয়উল হক বলেন, এটি একটি অনাকাঙ্খিত ও দুঃখজনক ঘটনা। এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে আসি। রেলওয়ে কর্তৃপক্ষ আগামী তিন দিনের মধ্যে দোষীদের ব্যবস্থা গ্রহণ করবে এমন আশ্বাস প্রদান করেছে। পরে বিক্ষুব্ধরা রেল লাইন ছেড়ে দেয়।


পাঠকের মন্তব্য দেখুন
ঢাকা বোর্ডে জিপিএ-৫ বেড়েছে ২০০ - dainik shiksha ঢাকা বোর্ডে জিপিএ-৫ বেড়েছে ২০০ ‘আহতদের আমৃত্যু চিকিৎসা ও পূনর্বাসনের ব্যবস্থা করা হবে’ - dainik shiksha ‘আহতদের আমৃত্যু চিকিৎসা ও পূনর্বাসনের ব্যবস্থা করা হবে’ ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জোরদার করার পরামর্শ ইউজিসির - dainik shiksha ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জোরদার করার পরামর্শ ইউজিসির পুরনো পদ্ধতিতে ফিরছে বৃত্তি পরীক্ষা - dainik shiksha পুরনো পদ্ধতিতে ফিরছে বৃত্তি পরীক্ষা কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক জাবির প্রশাসনিক ভবন থেকে ‘শেখ মুজিবের’ ছবি অপসারণ - dainik shiksha জাবির প্রশাসনিক ভবন থেকে ‘শেখ মুজিবের’ ছবি অপসারণ ইএফটি সংক্রান্ত নতুন নির্দেশনা - dainik shiksha ইএফটি সংক্রান্ত নতুন নির্দেশনা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন - dainik shiksha এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0085880756378174