হামাসের টানেল নেটওয়ার্ক অকেজো করতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী, সুড়ঙ্গে সাগরের পানি ঢোকানো শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে সুড়ঙ্গে পানি ঢোকানো শুরু হয়ে গেছে, প্রক্রিয়াটি সম্পন্ন করতে কয়েক সপ্তাহ সময় লাগবে।
ইসরায়েলি সেনারা মনে করে, হামাস তাদের হাতে আটকদের এসব সুড়ঙ্গে আটকে রেখেছে। এছাড়া এখানে তাদের যোদ্ধা ও অস্ত্রশস্ত্রও মজুত রয়েছে, এসব সুড়ঙ্গেই বসছে হামাসের অপারেশনের বৈঠক।ইসরায়েলি ডিফেন্স ফোর্সের গাজায় স্থলঅভিযানের অন্যতম প্রধান লক্ষ্য এসব সুড়ঙ্গ ধ্বংস করা। তবে আশঙ্কা করা হচ্ছে সাগরের পানি প্রবেশ করিয়ে সুড়ঙ্গ অকেজো করতে গিয়ে গাজার মিঠা পানির সরবরাহকে ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে।
ওয়ালস্ট্রিট বলছে, গাজার সুড়ঙ্গগুলোতে সাগরের পানি প্রবেশ করানোর জন্য গত মাসে ইসরায়েলি বাহিনী পাঁচটি বিশাল পাম্প স্থাপন করে। প্রথম পাম্পটি বসানো হয়েছে আল-শাথি আশ্রয়শিবিরের উত্তরে। এসব পাম্পের প্রতিটি হাজার হাজার কিউবিক মিটার পানি সুড়ঙ্গগুলোতে ঢোকাতে সক্ষম।
উল্লেখ্য, ২০১৫ সালে মিসর গাজা উপত্যকা এবং সিনাই উপদ্বীপের মধ্যকার সুড়ঙ্গগুলোতে সাগরের পানি ঢুকিয়েছিল। এর ফলে সেখানকার মাটির ভয়াবহ ক্ষতি হয়েছিল, ফসল ফলানো প্রায় অসম্ভব ছিল।