হিজাব কাণ্ড : শোকজের জবাব দেয়ার ৭ মিনিট পরই শিক্ষক বরখাস্ত

পঞ্চগড় প্রতিনিধি |

হিজাব পরায় তিন ছাত্রীর সঙ্গে সম্প্রতি অসদাচরণের অভিযোগ ওঠে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলমের বিরুদ্ধে।  এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

সেই নোটিশের জবাব দেয়ার সাত মিনিটের মাথায় তাকে বরখাস্ত করেছেন গভর্নিং বডির সভাপতি হাফিজুর রহমান। 

রোববার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে সাকোয়া উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হাফিজুর রহমান বরখাস্তের চিঠি পাঠান আশরাফুল আলমকে।

জানা যায়, গত ২৮ জুলাই সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলমের বিরুদ্ধে প্রধান শিক্ষক সায়েদ মনজুরুল হাসান সুজার কাছে লিখিত অভিযোগ দেয় স্কুলের তিন শিক্ষার্থী। তাদের অভিযোগ, হিজাব পরার কারণে অসৌজন্যমূলক আচরণ করেন শিক্ষক আশরাফুল। এ ছাড়া ক্লাসের বিষয় বাদ দিয়ে ব্যক্তিগত ও দলীয় আলোচনা করতেন তিনি।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৭ আগস্ট সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলমকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্কুল কর্তৃপক্ষ। রোববার বেলা ১১টায় তিনি লিখিত জবাব দেন। এর সাত মিনিটের মাথায় তাকে সাময়িক বরখাস্তের চিঠি দেয় স্কুলের গভর্নিং বডি। 

চিঠিতে বলা হয়, আনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে যে জবাব দেয়া হয়েছে, গভর্নিং বডির কাছে তা সন্তোষজনক মনে না হওয়ায় রোববার ১০ নম্বর সভার সর্বসম্মত সিদ্ধান্তে শিক্ষক আশরাফুলকে সাময়িক বরখাস্ত করা হলো।

শিক্ষক আশরাফুল আলম বলেন, আমি গত ২৬ জুলাই প্রতিদিনের ন্যায় ক্লাস নিতে যাই। তিন শিক্ষার্থী বোরকা ও হিজাব পরে ক্লাসে আসে। তাদের মুখ পুরো ঢাকা থাকায় পরিচয় জানতে চাই। ছাত্রীদের চিনতে পারিনি বলে প্রধান শিক্ষক সায়েদ মনজুরুল হাসান সুজাকেও ডেকে দেখাই।

তিনি অভিযোগ করেন, প্রধান শিক্ষক আমাকে ফাঁসানোর জন্য ওই তিন ছাত্রীকে দিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করিয়েছেন। আমাকে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে, আমি সেটি দিয়েছি। কিন্তু এর ৭ মিনিটের মাথায় আমাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু এটা কীভাবে সম্ভব? সঠিক তদন্ত বা জবাব না পৌঁছানোর আগেই বহিষ্কার? আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।

এ বিষয়ে বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হাফিজুর রহমানের সঙ্গে কথা বলতে তার মোবাইলে যোগাযোগ করা হয়। সাংবাদিক পরিচয় পেয়ে তিনি বিষয়টি এড়িয়ে যান। প্রধান শিক্ষক সায়েদ মনজুরুল হাসান সুজাকেও পাওয়া যায়নি।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0061280727386475