হিলি সীমান্ত পরিদর্শন করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক (ডিজি) ড. এস এল থাওসেন। শুক্রবার দুপুরে হিলি সীমন্ত পরিদর্শনে আসলে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে শূন্য রেখায় বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার রাসেদুল ইসলাম তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম, হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহাবুব ইসলাম ও উভয় দেশের সীমন্তরাক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার রাসেদুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে জানান, বিএসএফের মহাপরিচালক ভারতের নর্থ বেঙ্গল ফ্রন্ট পরিদর্শনের অংশ হিসেবে হিলি সীমান্তে আসলে তাঁকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় একে অপরে কুশল বিনিময় করা হয়।