ঈদুল ফিতর উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বন্দরে শুরু হয় আমদানি-রফতানি বাণিজ্য। এ সময় ভারত থেকে পাথর ও ভুট্টাসহ বিভিন্ন পণ্য পানামা পোর্ট লিংকে প্রবেশ করে।
হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, ঈদ উপলক্ষে গত ৬ দিন বন্দরের সব কার্যক্রম বন্ধ ছিল। আজ থেকে ভারত থেকে পণ্য আনা নেয়া শুরু হয়েছে। এখন থেকে সব কার্যক্রম আগের মতোই চলবে।
এর আগে বুধবার (১৯ এপ্রিল) থেকে ঈদ উপলক্ষে ছুটি ঘোষণা করে আমদানি-রফতানিকারক গ্রুপ ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। বন্ধের এ ৬ দিন ভারত থেকে সব ধরনের পণ্য আনা নেয়া বন্ধ ছিল।
এদিকে ঈদের বন্ধের আগে ১১ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সাত দিন হিলি বন্দর দিয়ে ১ হাজার ৯৬টি ট্রাকে ভারত থেকে ৩৬ হাজার ৯১১ টন পণ্য আমদানি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পণ্য এসেছিল ১৮ এপ্রিল। এদিন ২০৮টি ট্রাকে পণ্য এসেছে ৬ হাজার ৮০০ টন।