প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে ১৫০ কিলোমিটার পথ হেঁটে খুলনার উদ্দেশে যাত্রা করেছেন রোভার স্কাউটের ছয় সদস্য। আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় তারা নড়াইল, যশোর হয়ে খুলনায় পৌঁছাবেন বলে জানা গেছে।
গতকাল রোববার সকালে তারা গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে যাত্রা শুরু করেন। রোভার স্কাউটসের সদস্যরা হলেন-সিনিয়র রোভার মেট মাকসুদা আক্তার মিহি, তুলি রানী শীল সিনিয়র রোভার মেট, বৃষ্টি রায় রোভার মেট, রিয়াজ আফরিদ সিনিয়র রোভার মেট, সামি শেখ রোভার মেট মারুফ শেখ। প্রত্যেকেই গোপালগঞ্জ জেলা রোভারের ট্রুপ গিল ওয়েল ওপেন স্কাউট গ্রুপের রোভার সদস্য।
জানা গেছে, যাত্রাপথে তারা বিভিন্ন শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠান, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন। একই সঙ্গে জনমনে সচেতনতা, দুর্নীতিরোধ, প্লাস্টিক বর্জন, জলবায়ু রক্ষা, পলিথিনের বিকল্প ব্যবহার বিষয়ে সচেতনতামূলক প্রচারণা করবেন।
সিনিয়র রোভার মেট মাকসুমা আক্তার মিহি বলেন, বর্তমান বাংলাদেশকে উন্নতির শিখরে পৌঁছাতে ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজন স্মার্ট নাগরিক। কিন্তু বর্তমান যুবসমাজ নেশাসহ বিভিন্ন অপসংস্কৃতিতে জড়িয়ে তাদের ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছে। তাই আমি মনে করি আমাদের এ যুব সমাজকে সৎ ও সত্যবাদী, নীতিবান স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তুলতে রোভার স্কাউটিং একটি অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে।
তিনি বলেন, যাত্রাটা আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমাদের লক্ষ্য একটাই হেঁটে এ পথ পাড়ি দিতে হবে। পথে আমরা বেশ কিছু জায়গায় বিশ্রাম নিয়েছি আবার সন্ধ্যার পরে হাঁটাও অসম্ভব তাই আমরা পথে বেশ কিছু জায়গায় রাত্রিযাপন করবো। আমাদের সঙ্গে পানি নিয়েছি, শুকনো কিছু খাবার নিয়েছি, পাশাপাশি জরুরি প্রয়োজনে কিছু ওষুধও সঙ্গে রেখেছি।
অন্য সিনিয়র রোভার মেট রিয়াজ আফরিদ বলেন,সবমিলিয়ে আমরা অনেক আনন্দে এ পথটি পাড়ি দিচ্ছি। ভয় সবার মধ্যেই আছে ভয় কাজ করে মাঝে মধ্যে যখন মহাসড়ক থেকে হাঁটি তখন অনেক ভয় লাগে কখন পেছন থেকে কোনো গাড়ি ধাক্কা দেয় কিনা। তবে আমরা ট্র্যাফিক আইন মেনে সড়কে চলি যেমন আমরা সবসময় সড়কের ডান পাশ দিয়ে হাঁটি যাতে সামনের গাড়ির গতিবিধি লক্ষ্য করতে পারি।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা রোভারের সম্পাদক মজনুর রশিদ বলেন, এই প্রথম গোপালগঞ্জ থেকে নারী সদস্যরা পরিভ্রমণে যাচ্ছেন বিষয়টি খুব আনন্দের। সেই সঙ্গে গোপালগঞ্জ জেলার অন্তর্গত সকল ইউনিটের মেয়েরা তাদের দেখে অনুপ্রাণিত হবে এবং ভবিষ্যতে পরিভ্রমণের উদ্দেশে যাত্রা করবেন। আমি তাদের মঙ্গল কামনা করি।
প্রসঙ্গত, রোভার স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট (পিআরএস)’ অর্জনের লক্ষ্যে সেবা স্তরে রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা নৌকাযোগে ৩০০ কিলোমিটার অথবা সাইকেল যোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে একটি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়, যা স্কাউটিংয়ে র্যাম্বলিং বা পরিভ্রমণ নামে পরিচিত।