হেলিকপ্টারে ঘুরিয়ে, মোটর শোভাযাত্রা ও ফুল ছিটিয়ে প্রিয় শিক্ষককে বিদায় জানাল বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। গতকাল রোববার সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আবদুল্লাহপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হারুনুর রশীদকে এভাবে শ্রদ্ধা জানিয়ে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
গতকাল ছিল শিক্ষক মো. হারুনুর রশীদের শেষ কর্মদিন। ৩০ বছর শিক্ষকতা শেষে অবসরে গেলেন এই শিক্ষক। তিনি ১৯৯১ খ্রিষ্টাব্দের ৮ জুন ওই বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন।
প্রাক্তন শিক্ষার্থী ও লুকস গ্লোবাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. সাইফুল ইসলাম শামীম বলেন, ‘স্যারের হাত ধরে এ অজপাড়াগাঁয়ের একটি বিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে শত শত শিক্ষার্থী প্রতিষ্ঠিত হয়েছে। স্যারের বিদায় দিনে আমরা চেয়েছি উপযুক্ত সম্মানের মাধ্যমে স্যারকে চিরস্মরণীয় একটি দিন উপহার দিতে।’
আব্দুল্লাহপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সভাপতি ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন মোল্লা বলেন, ‘এটা স্যারের পাওনা সম্মাননা। আজকের দিনটি আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। স্যার আমাদের জন্য যা করেছেন, আমরা স্যারের জন্য সে তুলনায় সামান্যই সম্মান দেখাতে পেরেছি।’
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক মো. হারুনুর রশীদ আবেগময় বক্তব্যে বলেন, ‘বিদায়ের এ দিনটির কথা আমি কখনই ভুলব না। এ বিদ্যালয় থেকে শিক্ষার আলো নিয়ে আজ অনেকেই দেশে-বিদেশে প্রতিষ্ঠিত, আলোকিত মানুষ। এটাই আমার ৩০ বছরের শিক্ষকতার সার্থকতা।’