ভারতের পকেটে সিরিজ চলে গেছে আগেই। শেষ ম্যাচে তাই স্বাগতিকদের লক্ষ্য বেঞ্চের শক্তি ঝালিয়ে নেওয়ার, সেখানে সফরকারীদের চোখ অধরা জয়ের খোঁজে। অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ী ম্যাচ হওয়ায় বাংলাদেশের সামনে সুযোগ শেষটা রাঙিয়ে ভারত সফর শেষ করার। কাজটা যে কতটা কঠিন তা ভালোই জানা শান্তদের। তবুও হায়দরাবাদে দারুণ কিছুর প্রত্যয় নিয়ে মাঠে নামল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
আজ শনিবার (১২ অক্টোবর) হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। এই ম্যাচে দুই দলের একাদশে এসেছে বেশকিছু পরিবর্তন। বাংলাদেশ একাদশে মিরাজের পরিবর্তে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী। আর জাকির আলী অনিকের পরিবর্তে খেলছেন তানজিদ তামিম। আর ভারত নিয়মরক্ষার ম্যাচ হওয়ায় সুযোগ দিয়েছে নতুনদের। পেসার আর্শদীপের পরিবর্তে সুযোগ পেয়েছেন রবি।
হায়দরাবাদের পিচ বলছে এখানে হবে রান উৎসব। গত আইপিএলে দুইশর ছড়াছড়ি ছিল এখানে। সর্বোচ্চ ২৭৭ রান পর্যন্ত হয়েছে এই মাঠে। এই মাঠে আইপিএলে তিন ফিফটিতে প্রায় আড়াইশ স্ট্রাইকরেটে ২৮৪ রান করেছেন অভিষেক শর্মা। তবে বাধ সাধতে পারে বৃষ্টি। ম্যাচের আগের দিন দুপুর থেকে থেমে থেমে বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে। ম্যাচের সময়েও এমন সম্ভাবনা রয়েছে। এর আগে চেন্নাই ও কানপুরে বাংলাদেশ-ভারতের দুটি টেস্টেই বৃষ্টি হানা দিয়েছিল। এর মধ্যে দ্বিতীয় টেস্টে প্রায় দুইদিন বৃষ্টি ও মাঠের অব্যবস্থাপনায় খেলা হয়নি।
প্রতিটি ম্যাচেই বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার চিত্র এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। সেই সঙ্গে রয়েছে বাজে ফিল্ডিংয়ের অভিজ্ঞতা। তৃতীয় ম্যাচে কতটা ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশ, সেটাই এখন দেখার বিষয়।