১৩১ ভারতীয় শিক্ষার্থী বাংলাদেশে ফিরলেন

আখাউড়া প্রতিনিধি |

দেশের বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যয়নরত ১৩১ জন ভারতীয় শিক্ষার্থী বাংলাদেশে ফিরে এসেছেন। গত তিন দিনে তারা দেশে ফিরে এসেছেন। তারা প্রত্যেকেই আগামী ২৯ জুন বাংলাদেশে এমবিবিএস ফাইনাল পরীক্ষায় অংশ নেবেন। 

ছবি : আখাউড়া প্রতিনিধি

সোমবার (১৪ জুন) সকাল থেকে বিকেলের মধ্যে তারা আখাউড়া-আগরতলা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসেন আরও ৫৫ জন ভারতীয় শিক্ষার্থী। সন্ধ্যায় দুইটি বাসে করে তাদের ঢাকার কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়। 

ছবি : আখাউড়া প্রতিনিধি

কাশ্মিরের শিক্ষার্থী মোহাম্মদ আসমান দৈনিক শিক্ষাডটকমকে জানান, তিনি ঢাকার হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী। চলতি মাসের ২৯ তারিখ তাদের এমবিবিএস ফাইনাল পরীক্ষা। তিনি বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে এসে পরীক্ষায় বসার সুযোগ করে দেয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। আগরতলার বাংলাদেশ হাইকমিশন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহযোগিতায় ফিরে আসতে পেরে তার অনেক খুশি।

ছবি : আখাউড়া প্রতিনিধি

সকালে ভারত থেকে আসা শিক্ষার্থীদের চেকপোস্টে অভ্যর্থনা জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের বাধ্যতামূলক চৌদ্দদিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। এই সময়ের মধ্যে তাদের কোভিট রিপোর্ট নেগেটিভ হলে দেওয়া হবে ছাড়পত্র। শনিবার আসা শিক্ষার্থীসহ সব শিক্ষার্থীদের ঢাকার ব্র্যাক লার্নিং সেন্টারের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

আখাউড়া চেকপোস্টে কথা হয় উত্তর-পূর্ব ভারতের মনিপুর রাজ্যের এক শিক্ষার্থীর সাথে। নাম প্রকাশ না করার শর্তে তিনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমরা খুশি। এখানে আসতেই আমাদের জন্য জল ও টিফিনের ব্যবস্থা করা হয়েছে। কর্মকর্তারা আমাদের খোঁজ নিয়েছেন। সবকিছু চমৎকারভাবে হয়েছে। 

সন্ধ্যার দিকে শিক্ষার্থীদের বহন করা দু’টি বাস আখাউড়া চেকপোস্ট থেকে ঢাকার পথে যাত্রা করে। বাস দুইটির সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল বাকীর নেতৃত্বে পুলিশের টহল দল ছিল। এর আগে বাসে উঠে শিক্ষার্থীদের বাংলাদেশে অতিথি বলে সম্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাইফুল ইসলাম।

এর আগে গত শনিবার ভারত থেকে আসা শিক্ষার্থীদের আচরণে বিব্রত হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। ষোল জনের দলটি প্রশাসনকে ভুগিয়েছিল সেদিন। এই পরিস্থিতিতে পরদিন রোববার দিনভর আগরতলায় আটকে থাকে শিক্ষার্থীদের আরও একটি বড় দল। পরে, রোববার সন্ধ্যা নাগাদ ষাট জন শিক্ষার্থী আখাউড়ায় এসে পৌঁছান। পরে, সোমবার আরও ৫৫ জন শিক্ষার্থী ভারত থেকে বাংলাদেশে পৌঁছালেন।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন


পাঠকের মন্তব্য দেখুন
কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.003180980682373