১৪ বছর পর জাবি ছাত্র হত্যা মামলার রায়, ৩ জনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি |

দীর্ঘ ১৪ বছর পর রায় ঘোষণা করা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র এরশাদুল ইসলাম চয়ন (২৮) হত্যা মামলার। রায়ে তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (১৯ জুন) কিশোরগঞ্জ প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুর রহিম বহুল আলোচিত এই মামলার রায় দেন।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আব্দুল আওয়াল (৩০), আল-আমিন (২৬) ও সুফল মিয়া (২২)।

যাবজ্জীবন কারাদণ্ড সাজা পেয়েছেন, আব্দুল করিম (৪০), আব্দুল কাদির (৪০), সাফিয়া খাতুন (৩৩), সোহেল মিয়া (২৪), রিপা আক্তার (২২), আমিনুল হক (৫০), আ. রউফ ফকির ( ৪৫) ও জহুরা খাতুন (৩৪)।

মামলার এজাহার থেকে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৫ খ্রিষ্টাব্দের ২ ডিসেম্বর দুপুর ৩টার দিকে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার টান সিদলা গ্রামের জহিরুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিবেশী আসামিদের পরিবারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিবেশী পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন জহিরুল ইসলামের ছেলে এরশাদুল ইসলাম চয়নকে। গুরুতর আহত অবস্থায় হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জহিরুল ইসলাম রতন ১১ জনকে আসামি করে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে বুধবার এই রায় দিলেন আদালত।

আসামিদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল আওয়াল ও সুফল মিয়া এবং যাবজ্জীবন দণ্ড পাওয়া সোহেল মিয়া পলাতক। এছাড়া অন্য সবাই কারাগারে রয়েছেন।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0025961399078369