১৫ আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একাধিক ডিজে পার্টি উদযাপন করছে সাধারণ শিক্ষার্থীরা। এতে বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দেখা গেছে। বুধবার প্রথম প্রহরে মাস্টারদা সূর্য সেন হলে এবং রাতে মল চত্বরে এই চিত্র দেখা গেছে। এসময় তাদের ডিজে গানের তালে তালে নাচতেও দেখা গেছে।
শিক্ষার্থীরা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে এই আগস্ট মাসে ৪০-৪৫টি প্রোগ্রামে অংশ নিতে হয়েছে হলে থাকা শিক্ষার্থীদের। তবে এবার ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যাওয়ার ইতিমধ্যে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তাই সেই খুশিতে তাদের এই ডিজে পার্টি উদযাপন।
জানা গেছে, রাতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মলচত্বরে ডিজে পার্টির আয়োজন করা হয়েছে। এ আয়োজন সবার জন্য উন্মুক্ত ছিল। সেখানে জমজমাট ঝালমুড়ি পার্টির আয়োজন করা হয়েছিলঅ
এর আগে বুধবার প্রথম প্রহরে মাস্টারদা সূর্য সেন হলের গেইটে ডিজে পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে সাউন্ড মাইক দিয়ে উচ্চশব্দে বিভিন্ন হিন্দি গান বাজাতে দেখা যায়। তাদের সবার হাতেই লাঠি সোটা, রড, স্টিলের পাইপ, হকিস্টিক ইত্যাদি নিয়ে নাচানাচি করতে দেখা যায়। এর পাশে বাস্কেটবল মাঠে শিক্ষার্থীদের আরেকটি অংশ বারবিকিউ পার্টির আয়োজন করেছে।