মাস কয়েক আগে প্রসবকালীন জটিলতায় প্রাণ হারালেন নারী ফুটবলার রাজিয়া। এবার পরপারে চলে গেলেন দেশের নারী ফুটবলের আরেক সম্ভাবনাময় মুখ মিথিলা আক্তার।
লিভার ও শ্বাসকষ্টের জটিলতায় ভুগে রোববার (৭ জুলাই) মৃত্যুবরণ করেন এই ফুটবলার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৩ বছর।
জাতীয় দলের নিয়মিত ফুটবলারদের নিয়ে ক্যাম্প করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই ক্যাম্পে জায়গা হয়নি মিথিলার।
বাফুফের দেওয়া তথ্য অনুযায়ী, মিথিলা বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ও ১৬ দলে খেলেছেন। অবশ্য বয়সভিত্তিক এই দুই দলের হয়ে কোন কোন টুর্নামেন্টে খেলেছেন, সে ব্যাপারে কোনো ধারণা দিতে পারেনি তারা।
বাফুফের আবাসিক ক্যাম্পের বাইরে থাকা নারী ফুটবলাররা খুব একটা সুযোগ-সুবিধা পান না। তাদের সুখ-দুঃখের কোনো খোঁজখবরও রাখে না বাফুফে।
নারী ফুটবলে যখন একের পর এক সাফল্যের গল্প লিখছেন সাবিনা-সানজিদারা, তখন রাজিয়া-মিথিলাদের এভাবে চলে যাওয়া মেনে নেওয়া কঠিন।