দৈনিক শিক্ষাডটকম, কুবি : ইস্টার সানডে, পবিত্র শব-ই-কদর, ঈদ-উল-ফিতর এবং পহেলা বৈশাখের দীর্ঘ ২৪ দিনের ছুটি শেষে আগামীকাল (রোববার) খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এদিন সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ফের শুরু হবে।
শনিবার (২০ এপ্রিল) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী। তিনি বলেন, দীর্ঘ ছুটি শেষে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
এদিকে লম্বা ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে বিশবিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা। ফলে শিক্ষার্থীদের পদচারণায় ফের মুখরিত হচ্ছে বিশ্ববিদ্যালয়। এর আগে গত ২৮ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সব ধরনের একাডেমিক কার্যক্রম এবং ৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।