২৮ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |

দেশের ২৮ হাজার ১৪২টি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সংসদের বৈঠকের প্রশ্নোত্তরে চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

এমপি লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, ২০১৮ সালে ছয় কোটি ৯১ লাখ ২৯ হাজার ৩২৮টি ইয়াবা, ৪৫০ কেজি হেরোইন, ৬০ হাজার ৩৪৩ কেজি গাঁজা ও সাত লাখ ১৮ হাজার ৩৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় এক লাখ ৬১ হাজার ৩২৩ জনকে আসামি করে এক লাখ ১৯ হাজার ৮৭৮টি মামলা করা হয়েছে।

নোয়াখালী-৩ আসনের মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুটি নারী ব্যাটালিয়নসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১টি ব্যাটালিয়ন রয়েছে। এ বাহিনীর মোট সদস্য ১৫ হাজার ৬৮৩। তাদের মধ্যে ৮০৪ জন নারী।

কুমিল্লা-৮ আসনের নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, নিউ সাইকোট্রাফিক সাবসটেনসেস (এনপিএস) মাদক পৃথিবীর অনেক দেশে ব্যাপকভাবে বিস্তৃত হলেও এ দেশে এখনও ছড়াতে পারেনি। বাংলাদেশে এ শ্রেণির একটি ড্রাগ ক্যাটামিনের অপব্যবহার রোধে সেটিকে মাদকের তালিকাভুক্ত করা হয়েছে। মেডিকেল খাতে ব্যবহৃত এ ড্রাগের ব্যবহার সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে সরকারের সংশ্নিষ্ট সংস্থাগুলোও সতর্ক রয়েছে।

সিলেট-৩ আসনের মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, জাতিসংঘভুক্ত ১৯৩টি দেশের মধ্যে ৫৮টিতে বাংলাদেশের ৭৭টি মিশন রয়েছে। এ ছাড়া ভারতের চেন্নাই ও রুমানিয়ার বুখারেস্টে মিশন চালু করতে প্রশাসনিক কার্যক্রম শেষ হয়েছে।

রংপুর-১ আসনের মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জনকূটনীতি কার্যক্রমের অংশ হিসেবে ভিজিট বাংলাদেশ কর্মসূচিতে বিভিন্ন দেশের প্রখ্যাত সাংবাদিক, উন্নয়ন ও এনজিও কর্মী, গবেষক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সুশীল সমাজের স্বনামধন্য ব্যক্তিদের বাংলাদেশ ভ্রমণের জন্য মনোনীত করা হয়।


পাঠকের মন্তব্য দেখুন
স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? - dainik shiksha শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ - dainik shiksha অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে - dainik shiksha সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0028619766235352