দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক : বছরের প্রথম দিনে আগামীকাল ১ জানুয়ারি (সোমবার) সারাদেশে অনুষ্ঠিত হবে বই উৎসব। এবার বই উৎসবে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির ২ কোটি ১২ লাখ খুদে শিক্ষার্থী ৯ কোটি ৩৮ লাখ কপি বই পাবেন।
রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রাক-প্রাথমিকের ৩০ লাখ ৯৭ হাজার, প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১ কোটি ৮০ লাখ ৭০ হাজার শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিনে বই তুলে দেয়া হবে। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাড়ে ৮৪ হাজার শিক্ষার্থীর হাতেও তুলে দেয়া হবে নতুন পাঠ্যবই। এদিন সকালে রাজধানীর মিরপুরের ন্যাশনাল (সকাল-বিকাল) সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিকের বই উৎসবের কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এনসিটিবির চেয়্যারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যবই ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে।
জানা গেছে, প্রাথমিকের বই উৎসবের কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে ও মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে তাঁর কার্যালয়ের শাপলা হলে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই হস্তান্তরের মাধ্যমে ২০২৪ খ্রিষ্টাব্দের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির অনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।