৩০ এপ্রিল সংসদ টিভিতে যেসব ক্লাস

নিজস্ব প্রতিবেদক |

দেশে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সব স্কুল-কলেজ, মাদরাসা ও ইংলিশ মিডিয়াম স্কুলসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। এ অবস্থায় ক্ষতি পুষিয়ে নিতে টিভিতে পাঠদান করা হচ্ছে। সকাল ৯টা ৪০ মিনিট থেকে শুরু ১০টা ৪০ মিনিট পর্যন্ত সংসদ টিভিতে প্রাথমিকের ক্লাস এবং ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত মাধ্যমিকের ক্লাস প্রচার করা হচ্ছে। দুপুর আড়াইটা থেকে শুরু হয়ে বেলা সাড়ে তিনটা পর্যন্ত এসএসসি ও দাখিল ভোকেশনালের ক্লাস এবং বিকেল ৪টা থেকে শুরু হয়ে ৫টা পর্যন্ত দাখিল পর্যায়ের ৬ষ্ঠ ১০ম শ্রেণির আরবি বিষয়ের ক্লাস সংসদ টিভিতে প্রচার করা হবে।

জানা গেছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টা ৪০ মিনিট থেকে শুরু ১০টা ৪০ মিনিট পর্যন্ত প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম এ ছয় শ্রেণির তিনটি ক্লাস সংসদ টিভিতে প্রচার করা হবে। প্রতিটি ক্লাস হবে ২০ মিনিটের। সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১০টা পর্যন্ত থেকে ৩য় শ্রেণির গণিত ক্লাস প্রচার করা হবে। 

১০টা থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত ৪র্থ শ্রেণির বিজ্ঞান ক্লাস ও ১০টা ২০ মিনিট থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৫ম শ্রেণির ইংরেজি ক্লাস পুনঃপ্রচার করা হবে।

সংসদ টিভিতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা ৪৫মিনিট থেকে মাধ্যমিকের ক্লাস সম্প্রচার করা হবে। ১০টা ৪৫ মিনিট থেকে ১১টা ২৫ মিনিট পর্যন্ত ষষ্ঠ শ্রেণির ইংরেজি ও বাংলা ক্লাস প্রচার করা হবে। 

১১টা ২৫ মিনিট থেকে ১২টা ৫মিনিট পর্যন্ত সপ্তম শ্রেণির গণিত ও ইংরেজি ক্লাস প্রচার করা হবে। 

১২টা ৫মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত অষ্টম শ্রেণির বাংলা ও বিজ্ঞান ক্লাস প্রচার করা হবে। 

১২টা ৪৫ মিনিট থেকে ১টা ২৫ মিনিট পর্যন্ত নবম শ্রেণির গণিত ও জীববিজ্ঞান ক্লাস প্রচার করা হবে।

১টা ২৫ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ এবং অর্থনীতি ক্লাস প্রচার করা হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর আড়াইটা থেকে শুরু হয়ে বেলা সাড়ে তিনটা পর্যন্ত এসএসসি ও দাখিল ভোকেশনাল ৯ম ও ১০ম শ্রেণির ক্লাস। দুপুর আড়াইটা থেকে ৩টা ০৮মিনিট পর্যন্ত এসএসসি ও দাখিল ভোকেশনাল নবম শ্রেণির ফার্ম মেশিনারি এবং জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ক্লাস প্রচার করা হবে। ৩টা ১০মিনিট থেকে সাড়ে তিনটা পর্যন্ত ভোকেশনাল দশম শ্রেণির কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ক্লাস প্রচার করা হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৩টা থেকে শুরু হয়ে ৩টা ৫০ মিনিট পর্যন্ত দাখিল পর্যায়ের আরবি বিষয়ের ক্লাস সংসদ টিভিতে প্রচার করা হবে। বিকেল ৩টা থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত ৯ম শ্রেণির আরবি ১ম পত্র ক্লাস প্রচার করা হবে। ৩টা ২০মিনিট থেকে ৩টা ৩৫মিনিট পর্যন্ত ১০ম শ্রেণির আরবি ১ম পত্র ক্লাস প্রচার করা হবে। ৩টা ৩৫মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত ৬ষ্ঠ শ্রেণির আরবি ২য় পত্র ক্লাস প্রচার করা হবে।

শিক্ষার্থীরা সংসদ টিভিতে এসব ক্লাস দেখতে পারবেন। এছাড়া দৈনিক শিক্ষাডটকমের অরিজিনাল ফেসবুক পেজ এবং দৈনিক শিক্ষাডটকমের অফিশিয়াল ফেসবুক গ্রুপে সরাসরি ক্লাস সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এটুআইয়ের ফেসবুক পেজে ক্লাস সম্প্রচার করা হবে।

টেলিভিশনে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য পরিচালিত বিষয়ভিত্তিক ক্লাস দেখলেই কাজ শেষ নয়। টিভিতে প্রচারিত প্রতিটি ক্লাসের পর দেয়া হবে বাড়ির কাজ। আর প্রতিটি বিষয়ের আলাদা খাতায় সেই বাড়ির কাজ শেষ করতে হবে। করোনার তাণ্ডব শেষে স্কুল খুললে শিক্ষকদের সেই বাড়ির কাজের খাতা দেখাতে হবে। বাড়ির কাজের প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে। 

যতদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ততদিনই টেলিভিশনের মাধ্যমে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখা হবে। দীর্ঘসময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে বাসায় অবস্থান করেই ছাত্র-ছাত্রীরা যাতে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারে সে বিষয়টি বিবেচনায় নিয়েই সংসদ টেলিভিশনে রেকর্ড করা শিক্ষা কার্যক্রম সম্প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে - dainik shiksha তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে বঙ্গবন্ধুকে হারিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত - dainik shiksha বঙ্গবন্ধুকে হারিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0030100345611572